নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলার জায়গা পাবেন, তা অনুমিত ছিল। তবে বাদ পড়েছেন আরেক প্রবাসী ফুটবলার এলমান মতিন। টিকে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব ও ইতালিপ্রবাসী আব্দুল কাদির।
প্রায় তিন সপ্তাহ আগে ৩১ ফুটবলার নিয়ে শুরু হয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। প্রথমে যশোরের শামস-উল-হুদা একাডেমি ও পরে বিকেএসপিতে ফুটবলারদের অনুশীলন করান কোচ গোলাম রব্বানী ছোটন। গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী মতিন। সেই পথ পেরিয়ে যুব সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন চার্লটন অ্যাথলেটিকে খেলা এই ফুটবলার। মতিনের বাদ পড়া নিয়ে ছোটন বলেন, ‘পারফরম্যান্সের কারণে মূল দলে জায়গা পাননি মতিন।’
আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। বাংলাদেশ দল রওনা দেবে কাল সকালে।
অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ দল:
ইসমাইল হোসেন মাহিন, নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী,আশিকুর রহমান, আব্দুল রিয়াদ ফাহিম, মোহাম্মদ দেলোয়ার, সানি দাস, সিয়াম অমিত, সালাহউদ্দিন শাহেদ, সিফাত শাহরিয়ার, স্যামুয়েল রাকসাম, নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক), রাতুল হাসান, মিঠু চৌধুরী, কামাল মৃধা,সুমন সোরেন, মুর্শেদ আলী, জয় আহমেদ, মোহাম্মদ মানিক, রিফাত কাজী, আশিক, আব্দুল কাদির, ফারজাদ আফতাব
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলার জায়গা পাবেন, তা অনুমিত ছিল। তবে বাদ পড়েছেন আরেক প্রবাসী ফুটবলার এলমান মতিন। টিকে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব ও ইতালিপ্রবাসী আব্দুল কাদির।
প্রায় তিন সপ্তাহ আগে ৩১ ফুটবলার নিয়ে শুরু হয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। প্রথমে যশোরের শামস-উল-হুদা একাডেমি ও পরে বিকেএসপিতে ফুটবলারদের অনুশীলন করান কোচ গোলাম রব্বানী ছোটন। গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী মতিন। সেই পথ পেরিয়ে যুব সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন চার্লটন অ্যাথলেটিকে খেলা এই ফুটবলার। মতিনের বাদ পড়া নিয়ে ছোটন বলেন, ‘পারফরম্যান্সের কারণে মূল দলে জায়গা পাননি মতিন।’
আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। বাংলাদেশ দল রওনা দেবে কাল সকালে।
অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ দল:
ইসমাইল হোসেন মাহিন, নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী,আশিকুর রহমান, আব্দুল রিয়াদ ফাহিম, মোহাম্মদ দেলোয়ার, সানি দাস, সিয়াম অমিত, সালাহউদ্দিন শাহেদ, সিফাত শাহরিয়ার, স্যামুয়েল রাকসাম, নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক), রাতুল হাসান, মিঠু চৌধুরী, কামাল মৃধা,সুমন সোরেন, মুর্শেদ আলী, জয় আহমেদ, মোহাম্মদ মানিক, রিফাত কাজী, আশিক, আব্দুল কাদির, ফারজাদ আফতাব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে