Ajker Patrika

বাংলাদেশের যুব সাফ দলে জায়গা হয়নি এই প্রবাসী ফুটবলারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৫, ১৫: ৫৭
বাংলাদেশ যুব সাফের দলে জায়গা হয়নি এলমান মতিনের। ছবি: ফেসবুক
বাংলাদেশ যুব সাফের দলে জায়গা হয়নি এলমান মতিনের। ছবি: ফেসবুক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলার জায়গা পাবেন, তা অনুমিত ছিল। তবে বাদ পড়েছেন আরেক প্রবাসী ফুটবলার এলমান মতিন। টিকে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব ও ইতালিপ্রবাসী আব্দুল কাদির।

প্রায় তিন সপ্তাহ আগে ৩১ ফুটবলার নিয়ে শুরু হয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। প্রথমে যশোরের শামস-উল-হুদা একাডেমি ও পরে বিকেএসপিতে ফুটবলারদের অনুশীলন করান কোচ গোলাম রব্বানী ছোটন। গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী মতিন। সেই পথ পেরিয়ে যুব সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন চার্লটন অ্যাথলেটিকে খেলা এই ফুটবলার। মতিনের বাদ পড়া নিয়ে ছোটন বলেন, ‘পারফরম্যান্সের কারণে মূল দলে জায়গা পাননি মতিন।’

আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। বাংলাদেশ দল রওনা দেবে কাল সকালে।

অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ দল:

ইসমাইল হোসেন মাহিন, নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী,আশিকুর রহমান, আব্দুল রিয়াদ ফাহিম, মোহাম্মদ দেলোয়ার, সানি দাস, সিয়াম অমিত, সালাহউদ্দিন শাহেদ, সিফাত শাহরিয়ার, স্যামুয়েল রাকসাম, নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক), রাতুল হাসান, মিঠু চৌধুরী, কামাল মৃধা,সুমন সোরেন, মুর্শেদ আলী, জয় আহমেদ, মোহাম্মদ মানিক, রিফাত কাজী, আশিক, আব্দুল কাদির, ফারজাদ আফতাব

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত