নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বয়সভিত্তিক ফুটবলে তাঁরা ছিলেন প্রতিপক্ষ। একে অপরের বিপক্ষে মাঠে লড়াই হয়েছে একাধিকবার। কৈশোরের সেই প্রতিপক্ষ ক্রিস্টিয়ান এরিকসেন যখন কাল মাঠে লুটিয়ে পড়লেন, কোপেনহেগেন থেকে হাজার মাইল দূরে দোহায় শঙ্কায় কাঁপলেন ডেনমার্কপ্রবাসী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিনল্যান্ডের বিপক্ষে কাল ইউরোর ম্যাচে কোপেনহেগেন স্টেডিয়ামে হঠাৎ অচেতন হয়ে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন। প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার। পরে জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে ইন্টার মিলান তারকার। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে এরিকসেনের অবস্থা এখন স্থিতিশীল।
কৈশোরে ডেনমার্কের ক্লাব ফুটবলে দুইবার এরিকসেনের মুখোমুখি হয়েছেন জামাল। বাংলাদেশ অধিনায়ক তখন খেলতেন এফসি কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে। ‘বিস্ময় বালক’ তকমা পাওয়া এরিকসেন খেলতেন ওডেনেস বোল্ডক্লাবের হয়ে। জামালদের সঙ্গে ম্যাচের চার মাস পর আয়াক্সে নাম লেখান এরিকসেন।
কৈশোরের প্রতিদ্বন্দ্বীর হার্ট অ্যাটাকের খবরে ভীষণ মন খারাপ হয়েছিল জামালের। বলেছেন, ‘আমি প্রথমে বুঝিনি তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। যখন জানলাম তখন শুধু তাঁর জন্যই নয়, ডেনমার্কের খেলোয়াড় ও এরিকসেনের পরিবারের জন্য খুবই কষ্ট পেয়েছি। আমরা সবাই তাঁর জন্য দোয়া করেছি।’
এরিকসেনের বিপক্ষে খেলার স্মৃতিচারণা করে জামাল বলেন, ‘১৫-১৬ বছর বয়সে তাঁর বিপক্ষে দুইবার ম্যাচ খেলেছি। খেলার আগে কোচ এসে বললেন, একজন বিস্ময় বালক আছে। দেখেশুনে খেলো। আমি বললাম, কিসের বিস্ময় বালক, ওকে দেখে নেব। প্রথম ম্যাচে আমরা দুই গোলে এগিয়ে ছিলাম। কিন্তু কোথা থেকে যেন এরিকসেন এসে দুই গোল করল। অবশ্য ম্যাচটা আমরা জিতেছিলাম। পরের ম্যাচেও এরিকসেন দুই গোল করেছিল। তখনই বুঝেছি এরিকসেন আসলেই এক বিস্ময়। এর চার মাস পর সে আয়াক্সে চলে যায়।’
কালকের ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে জমে উঠেছিল দুই প্রবাসীর লড়াই। জামাল যথারীতি সমর্থন করেছেন ডেনমার্ককে। আরেক প্রবাসী তারিক কাজীর দল ফিনল্যান্ড। ম্যাচ নিয়ে তারিকের কাছ থেকে তাঁকে বেশ খোঁচা শুনতে হয়েছে বলে জানালেন জামাল, ‘ম্যাচের সময় তাঁর কক্ষ থেকে তারিক আমাকে বারবার ফোনে বার্তা পাঠিয়েছে। আমিও জবাব দিয়েছি। ফিনল্যান্ড যখন গোল করল, তখন ও আমাকে বার্তা দিয়েছে।’
ঢাকা: বয়সভিত্তিক ফুটবলে তাঁরা ছিলেন প্রতিপক্ষ। একে অপরের বিপক্ষে মাঠে লড়াই হয়েছে একাধিকবার। কৈশোরের সেই প্রতিপক্ষ ক্রিস্টিয়ান এরিকসেন যখন কাল মাঠে লুটিয়ে পড়লেন, কোপেনহেগেন থেকে হাজার মাইল দূরে দোহায় শঙ্কায় কাঁপলেন ডেনমার্কপ্রবাসী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিনল্যান্ডের বিপক্ষে কাল ইউরোর ম্যাচে কোপেনহেগেন স্টেডিয়ামে হঠাৎ অচেতন হয়ে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন। প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার। পরে জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে ইন্টার মিলান তারকার। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে এরিকসেনের অবস্থা এখন স্থিতিশীল।
কৈশোরে ডেনমার্কের ক্লাব ফুটবলে দুইবার এরিকসেনের মুখোমুখি হয়েছেন জামাল। বাংলাদেশ অধিনায়ক তখন খেলতেন এফসি কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে। ‘বিস্ময় বালক’ তকমা পাওয়া এরিকসেন খেলতেন ওডেনেস বোল্ডক্লাবের হয়ে। জামালদের সঙ্গে ম্যাচের চার মাস পর আয়াক্সে নাম লেখান এরিকসেন।
কৈশোরের প্রতিদ্বন্দ্বীর হার্ট অ্যাটাকের খবরে ভীষণ মন খারাপ হয়েছিল জামালের। বলেছেন, ‘আমি প্রথমে বুঝিনি তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। যখন জানলাম তখন শুধু তাঁর জন্যই নয়, ডেনমার্কের খেলোয়াড় ও এরিকসেনের পরিবারের জন্য খুবই কষ্ট পেয়েছি। আমরা সবাই তাঁর জন্য দোয়া করেছি।’
এরিকসেনের বিপক্ষে খেলার স্মৃতিচারণা করে জামাল বলেন, ‘১৫-১৬ বছর বয়সে তাঁর বিপক্ষে দুইবার ম্যাচ খেলেছি। খেলার আগে কোচ এসে বললেন, একজন বিস্ময় বালক আছে। দেখেশুনে খেলো। আমি বললাম, কিসের বিস্ময় বালক, ওকে দেখে নেব। প্রথম ম্যাচে আমরা দুই গোলে এগিয়ে ছিলাম। কিন্তু কোথা থেকে যেন এরিকসেন এসে দুই গোল করল। অবশ্য ম্যাচটা আমরা জিতেছিলাম। পরের ম্যাচেও এরিকসেন দুই গোল করেছিল। তখনই বুঝেছি এরিকসেন আসলেই এক বিস্ময়। এর চার মাস পর সে আয়াক্সে চলে যায়।’
কালকের ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে জমে উঠেছিল দুই প্রবাসীর লড়াই। জামাল যথারীতি সমর্থন করেছেন ডেনমার্ককে। আরেক প্রবাসী তারিক কাজীর দল ফিনল্যান্ড। ম্যাচ নিয়ে তারিকের কাছ থেকে তাঁকে বেশ খোঁচা শুনতে হয়েছে বলে জানালেন জামাল, ‘ম্যাচের সময় তাঁর কক্ষ থেকে তারিক আমাকে বারবার ফোনে বার্তা পাঠিয়েছে। আমিও জবাব দিয়েছি। ফিনল্যান্ড যখন গোল করল, তখন ও আমাকে বার্তা দিয়েছে।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে