Ajker Patrika

হাসপাতালে ভর্তি ডেভিড বেকহাম

ক্রীড়া ডেস্ক    
হাসপাতালে ডেভিড বেকহাম। ছবি: সংগৃহীত
হাসপাতালে ডেভিড বেকহাম। ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ডেভিড বেকহাম। হাত ভেঙে গিয়েছে সাবেক ইংলিশ ফুটবলারের। তাঁর স্ত্রী ভিক্টোরিয়া জানালেন বেকহামের অবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্টোরিয়ার পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। তাঁর ডান হাত ঢুকিয়ে রাখা হয়েছে ব্যাগের (স্লিং পাউচ) মধ্যে। হাতে বড় চোটই পেয়েছেন বলে মনে হয়। তবে কীভাবে আঘাত লেগেছে বা সেই আঘাত কতটা গুরুতর, সেটা নিশ্চিত করে জানা যায়নি।

ভিক্টোরিয়া ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে বেকহামের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো, ড্যাডি।’ কদিন আগেই নাইট উপাধি পেয়েছিলেন ৫০ বছর বয়সী সাবেক এই ফুটবলার। এর মধ্যেই ঘটে গেল বিপদ। হাসপাতালে তাঁকে গাউন পরা দেখা গেছে, শরীরে চিকিৎসা যন্ত্রাংশ লাগানো।

আরেকটি পোস্টে ডেভিডের হাতে একটি ব্রেসলেট দেখা যায়, যার পুঁতিগুলোতে লেখা আছে, ‘শিগগির সুস্থ হয়ে ওঠো’। তাঁর অসুস্থতার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও পিএসজির মতো বড় জায়ান্ট ক্লাবে খেলেছেন বেকহাম। ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচে ১৭ গোল করেছেন এ মিডফিল্ডার। তিনি বিখ্যাত ছিলেন বাঁক খাওয়ানো ফ্রি কিকের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত