ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।
ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।
২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’
ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।
ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।
২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
২ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৩ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৩ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৩ ঘণ্টা আগে