উপল বড়ুয়া, ঢাকা
কোচের দায়িত্বটা সেই রাজার মতো, যাঁর মাথার ওপর সব সময় ঝুলে থাকে সুতোয় বাঁধা তরবারি। কোচদের দায়িত্বও তরবারির নিচে বসে রাজ্য সামলানোর মতো। এই উৎসব, তো পরমুহূর্তে সিংহাসনচ্যুত। নয়তো দেখুন টমাস টুখেলকে। ফ্রাংক ল্যাম্পার্ড বরখাস্ত হওয়ার পর জার্মান কোচ এসে ছয় মাসের মধ্যে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েও চাকরি বাঁচাতে পারলেন না। গত মঙ্গলবার দিনামো জাগরেবের বিপক্ষে হারতেই বরখাস্ত তিনি।
চেলসিতে অবশ্য চাকরি বাঁচানো যেকোনো কোচের পক্ষেই কঠিন। নতুন মালিক এলেও পুরোনো দর্শন পাল্টায়নি ব্লুজদের। স্ট্যামফোর্ড ব্রিজে রুশ ধনকুবের রোমান আব্রাহামোভিচের ১৯ বছরের মেয়াদে ১২ কোচকে দেখা গেছে। কোচ ও তত্ত্বাবধায়ক (কমপক্ষে পাঁচ ম্যাচের দায়িত্ব) মিলিয়ে সংখ্যাটা ১৩। রাফায়েল বেনিতেজ, হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, গাস হিডিংক, লুইস ফেলিপে স্কলারির মতো কোচকে ছেঁটে ফেলতে সময় লাগেনি চেলসির। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে স্বত্ব ছাড়তে বাধ্য হওয়া আব্রাহামোভিচ যুগের শেষ কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন টুখেল। ক্লাবের নতুন মালিক টড বোহেলি কি আগে থেকে ঠিক করে রেখেছিলেন এই জার্মানকে বরখাস্ত করবেন? দলবদলে রেকর্ড অঙ্কের অর্থ ঢেলেও প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে খারাপ করতেই বিদায়ঘণ্টা বাজল টুখেলের। ঘোষণাটা এমন সময়ে দিলেন বোহেলি, যেদিন চেলসির স্বত্বাধিকারী হওয়ার তাঁর শততম দিন। এরই মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করেছে চেলসি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে আনা হয়েছে গ্রাহাম পটারকে।
ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শুরুর দুই মাস না যেতেই টুখেলের মতো ভাগ্য বরণ করতে হয়েছে আরও কজন কোচকে। গত মৌসুমে এক প্রিমিয়ার লিগেই ওলে গানার সুলশার, মার্সেলো বিয়েলাসহ ১০ কোচ বরখাস্ত হয়েছিলেন। এই মৌসুমে স্কট পার্কারের পর টুখেল। ফুলহাম থেকে বোর্নমাউথে এসে বেশি দিন টিকতে পারেননি পার্কার। লিভারপুলের বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত ৩০ আগস্ট চাকরি হারান তিনি।
প্রিমিয়ার লিগ ছাড়া ইউরোপের বাকি শীর্ষ চার লিগের মধ্যে এই মৌসুমে চাকরি হারিয়েছেন লাইপজিগের ডোমিনিকো তাদেসকো। চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৪-১ গোলে হারের পর বরখাস্ত হন তিনি। অথচ তাঁর অধীনে ১০ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে জার্মান সুপার কাপ দিয়ে প্রথম প্রধান কোনো শিরোপা জিতেছিল লাইপজিগ। গত মৌসুমে বুন্দেসলিগায় বরখাস্ত হয়েছিলেন পাঁচ কোচ। সেই তালিকায় আছেন বরুসিয়া ডর্টমুন্ডের মার্কো রোজ ও ভলসবুর্গের মার্কো ফন বোমেল।
সিরি ‘আ’, লা লিগা আর ফ্রেঞ্চ লিগ ওয়ানে অবশ্য নতুন মৌসুমে এখনো কোনো কোচ বরখাস্ত হননি। গত মৌসুমে ইতালিয়ান শীর্ষ ফুটবলে যে ১০ কোচ বরখাস্ত হয়েছিলেন তাঁদের একজন জেনোয়ার আন্দ্রে শেভচেঙ্কো। লা লিগায় চাকরি হারিয়েছিলেন ১১ কোচ। তাঁদের মধ্যে বড় নাম রোনাল্ড কোম্যান। বার্সেলোনায় তাঁর স্থলাভিষিক্ত হন জাভি। স্প্যানিশ লিগে আরেকজন কোচের চাকরি এখন সুতোয় ঝুলছে। ম্যানচেস্টার সিটির হাতে বিধ্বস্ত সেভিয়ার কোচ হুলেন লোপেতেগির বরখাস্ত হওয়ার গুঞ্জন চলছে। আর লিগ ওয়ানের এই মৌসুম শুরুর আগে দুজনের চাকরি যায়। পিএসজি ছাড়তে হয় পচেত্তিনোকে আর মার্শেই ছাঁটাই করে হোর্হে সাম্পওলিকে। গত মৌসুমে এই লিগে চার কোচ চাকরি হারান। মোনাকো বরখাস্ত করে বায়ার্নের সাবেক কোচ নিকো কোভাচকে আর সেঁত এতেঁ ছাঁটাই করে ক্লদ পুয়েলকে।
কোচের দায়িত্বটা সেই রাজার মতো, যাঁর মাথার ওপর সব সময় ঝুলে থাকে সুতোয় বাঁধা তরবারি। কোচদের দায়িত্বও তরবারির নিচে বসে রাজ্য সামলানোর মতো। এই উৎসব, তো পরমুহূর্তে সিংহাসনচ্যুত। নয়তো দেখুন টমাস টুখেলকে। ফ্রাংক ল্যাম্পার্ড বরখাস্ত হওয়ার পর জার্মান কোচ এসে ছয় মাসের মধ্যে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েও চাকরি বাঁচাতে পারলেন না। গত মঙ্গলবার দিনামো জাগরেবের বিপক্ষে হারতেই বরখাস্ত তিনি।
চেলসিতে অবশ্য চাকরি বাঁচানো যেকোনো কোচের পক্ষেই কঠিন। নতুন মালিক এলেও পুরোনো দর্শন পাল্টায়নি ব্লুজদের। স্ট্যামফোর্ড ব্রিজে রুশ ধনকুবের রোমান আব্রাহামোভিচের ১৯ বছরের মেয়াদে ১২ কোচকে দেখা গেছে। কোচ ও তত্ত্বাবধায়ক (কমপক্ষে পাঁচ ম্যাচের দায়িত্ব) মিলিয়ে সংখ্যাটা ১৩। রাফায়েল বেনিতেজ, হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, গাস হিডিংক, লুইস ফেলিপে স্কলারির মতো কোচকে ছেঁটে ফেলতে সময় লাগেনি চেলসির। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে স্বত্ব ছাড়তে বাধ্য হওয়া আব্রাহামোভিচ যুগের শেষ কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন টুখেল। ক্লাবের নতুন মালিক টড বোহেলি কি আগে থেকে ঠিক করে রেখেছিলেন এই জার্মানকে বরখাস্ত করবেন? দলবদলে রেকর্ড অঙ্কের অর্থ ঢেলেও প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে খারাপ করতেই বিদায়ঘণ্টা বাজল টুখেলের। ঘোষণাটা এমন সময়ে দিলেন বোহেলি, যেদিন চেলসির স্বত্বাধিকারী হওয়ার তাঁর শততম দিন। এরই মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করেছে চেলসি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে আনা হয়েছে গ্রাহাম পটারকে।
ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শুরুর দুই মাস না যেতেই টুখেলের মতো ভাগ্য বরণ করতে হয়েছে আরও কজন কোচকে। গত মৌসুমে এক প্রিমিয়ার লিগেই ওলে গানার সুলশার, মার্সেলো বিয়েলাসহ ১০ কোচ বরখাস্ত হয়েছিলেন। এই মৌসুমে স্কট পার্কারের পর টুখেল। ফুলহাম থেকে বোর্নমাউথে এসে বেশি দিন টিকতে পারেননি পার্কার। লিভারপুলের বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত ৩০ আগস্ট চাকরি হারান তিনি।
প্রিমিয়ার লিগ ছাড়া ইউরোপের বাকি শীর্ষ চার লিগের মধ্যে এই মৌসুমে চাকরি হারিয়েছেন লাইপজিগের ডোমিনিকো তাদেসকো। চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৪-১ গোলে হারের পর বরখাস্ত হন তিনি। অথচ তাঁর অধীনে ১০ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে জার্মান সুপার কাপ দিয়ে প্রথম প্রধান কোনো শিরোপা জিতেছিল লাইপজিগ। গত মৌসুমে বুন্দেসলিগায় বরখাস্ত হয়েছিলেন পাঁচ কোচ। সেই তালিকায় আছেন বরুসিয়া ডর্টমুন্ডের মার্কো রোজ ও ভলসবুর্গের মার্কো ফন বোমেল।
সিরি ‘আ’, লা লিগা আর ফ্রেঞ্চ লিগ ওয়ানে অবশ্য নতুন মৌসুমে এখনো কোনো কোচ বরখাস্ত হননি। গত মৌসুমে ইতালিয়ান শীর্ষ ফুটবলে যে ১০ কোচ বরখাস্ত হয়েছিলেন তাঁদের একজন জেনোয়ার আন্দ্রে শেভচেঙ্কো। লা লিগায় চাকরি হারিয়েছিলেন ১১ কোচ। তাঁদের মধ্যে বড় নাম রোনাল্ড কোম্যান। বার্সেলোনায় তাঁর স্থলাভিষিক্ত হন জাভি। স্প্যানিশ লিগে আরেকজন কোচের চাকরি এখন সুতোয় ঝুলছে। ম্যানচেস্টার সিটির হাতে বিধ্বস্ত সেভিয়ার কোচ হুলেন লোপেতেগির বরখাস্ত হওয়ার গুঞ্জন চলছে। আর লিগ ওয়ানের এই মৌসুম শুরুর আগে দুজনের চাকরি যায়। পিএসজি ছাড়তে হয় পচেত্তিনোকে আর মার্শেই ছাঁটাই করে হোর্হে সাম্পওলিকে। গত মৌসুমে এই লিগে চার কোচ চাকরি হারান। মোনাকো বরখাস্ত করে বায়ার্নের সাবেক কোচ নিকো কোভাচকে আর সেঁত এতেঁ ছাঁটাই করে ক্লদ পুয়েলকে।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১৩ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৫ ঘণ্টা আগে