নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ সম্মেলনে সেদিন টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হবে না দর্শকদের! কিন্তু কথার সঙ্গে কাজে মিল আর দেখা গেল না প্রতিষ্ঠানটির।
গতকাল রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছির দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি।
২৪ ঘণ্টার মধ্যেই জটিলতা কাটিয়ে ওঠার কথা বললেও আজ রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করতে পারেনি। তবে টিকিফাই তাদের সমস্যার কার্যকরী কোনো সমাধান না দেখাতে পারলে পার্টনার পরিবর্তনের কথাও ভাবছে বাফুফে। আজকের পত্রিকাকে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে। টিকিট বিক্রি করলে তো আমাদেরই লাভ। কারণ সেখান থেকে রাজস্ব আসবে। তাই আমরা তাদের (টিকিফাই) ওপর সেভাবে চাপ দিচ্ছি। তারা না করতে পারলে দরকার হলে আমরা পার্টনার পরিবর্তন করব। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।’
অনেকের ক্রয়কৃত টিকিটের সঙ্গে ই-মেইলের বিবরণ মিলছে না। এনিয়ে আজ বাফুফে ভবনে তাজওয়ার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিকাল ও ফরেনসিক অডিট করব। কোন টিকিট মিস ম্যাচ হয়েছে কার পেমেন্ট হয়েছে, টিকিট ম্যাচ করে নাকি আমাদের সঙ্গে সেটার চেক করব। ভুল ত্রুটি সংশোধন করব।’
সংবাদ সম্মেলনে সেদিন টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হবে না দর্শকদের! কিন্তু কথার সঙ্গে কাজে মিল আর দেখা গেল না প্রতিষ্ঠানটির।
গতকাল রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছির দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি।
২৪ ঘণ্টার মধ্যেই জটিলতা কাটিয়ে ওঠার কথা বললেও আজ রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করতে পারেনি। তবে টিকিফাই তাদের সমস্যার কার্যকরী কোনো সমাধান না দেখাতে পারলে পার্টনার পরিবর্তনের কথাও ভাবছে বাফুফে। আজকের পত্রিকাকে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে। টিকিট বিক্রি করলে তো আমাদেরই লাভ। কারণ সেখান থেকে রাজস্ব আসবে। তাই আমরা তাদের (টিকিফাই) ওপর সেভাবে চাপ দিচ্ছি। তারা না করতে পারলে দরকার হলে আমরা পার্টনার পরিবর্তন করব। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।’
অনেকের ক্রয়কৃত টিকিটের সঙ্গে ই-মেইলের বিবরণ মিলছে না। এনিয়ে আজ বাফুফে ভবনে তাজওয়ার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিকাল ও ফরেনসিক অডিট করব। কোন টিকিট মিস ম্যাচ হয়েছে কার পেমেন্ট হয়েছে, টিকিট ম্যাচ করে নাকি আমাদের সঙ্গে সেটার চেক করব। ভুল ত্রুটি সংশোধন করব।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে