Ajker Patrika

চাকরি ছাড়লেন ডাচ কোচ

আপডেট : ২৯ জুন ২০২১, ২২: ৫৯
চাকরি ছাড়লেন ডাচ কোচ

ঢাকা: নেদারল্যান্ডসের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ফ্রাঙ্ক ডি বোর। ইউরোর শেষ ষোলো থেকে বিদায়ের হতাশা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ গোলে হেরে ইউরোর শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছে নেদারল্যান্ডস। ম্যাচ হারের ৪৮ ঘণ্টা না পেরোতেই কোচের পদ থকে সরে দাঁড়িয়েছেন এই ডাচ কোচ। ৫১ বছর বয়সী ডি বোর আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, ‘ইউরোতে এমন ফলের পর সিদ্ধান্ত নিয়েছি জাতীয় দলের কোচের দায়িত্বে আর থাকছি না। বিষয়টি খুবই পরিষ্কার, এবারের ইউরোয় যেটা প্রত্যাশা ছিল, আমরা তা অর্জন করতে পারিনি।’

গত বছর রোনাল্ড কোমান বার্সেলোনায় দায়িত্ব নেওয়ার পর নেদারল্যান্ডসের কোচ হন ডি বোর। গত এক বছরের অভিজ্ঞতা নিয়ে ডি বোর বলেছেন, ‘২০২০ সালে যখন আমাকে নেদারল্যান্ডসের কোচ হতে বলা হয়েছিল, ভেবেছিলাম এটি সম্মানের আর চ্যালেঞ্জের। কোচ হিসেবে আমার ওপর যে চাপ পড়বে, সে ব্যাপারেও সচেতন ছিলাম। এখন সেই চাপ শুধু বেড়েছে।’

ইউক্রেনের বিপক্ষে ৩-২ গোলের জয় দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল নেদারল্যান্ডস। জিতেছিল পরের দুই ম্যাচও। গ্রুপপর্বে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফেবারিট হিসেবেই শেষ ষোলোয় উঠেছিল ডাচরা। তবে দ্বিতীয় পর্বে ডাচদের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে ওঠে চেক প্রজাতন্ত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত