ফিরেই চোখধাঁধানো এক গোল করলেন লিওনেল মেসি। কিন্তু তাতে দলীয় সাফল্য আসেনি। জয় দিয়ে তাঁকে প্রত্যাবর্তনের ম্যাচটা যে রাঙাতে দেননি সাবা লবজিনিচ।
জোড়া গোল করে ইন্টার মায়ামির বিপক্ষে আতালান্তা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন লবজিনিচ। দুই অর্ধে ২ গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ার মিডফিল্ডার। শুরুটা করেন ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো এক শটে। বিরতির পর করেন নিজের ও দলের দ্বিতীয় গোল।
ম্যাচের ৫৯ মিনিটের গোলটি এবার বাঁ পায়ে করেন লবজিনিচ। এবারের গোলটিও বক্সের বাইরে থেকে। তাঁর দুটি গোলই প্রতিহত করার সুযোগ পাননি মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ২ গোলে পিছিয়ে পড়ার ৩ মিনিট পরেই দলকে ম্যাচে ফেরান মেসি। ক্যারিয়ারের অধিকাংশ সময়েই বক্সের বাইরে থেকে যে অবিশ্বাস্য গোলগুলো করেছেন আজকেরটা ঠিক তেমনি ছিল। ৬৩ মিনিটের মাটি কামড়ানো শটটি এক কথায় অসাধারণ ছিল। মেজর লিগ সকারের মেসির এটি ১২তম গোল। সমান অ্যাসিস্টও করেছেন তিনি।
অবশ্য ভাগ্যে সহায় থাকলে ম্যাচের চার মিনিটেই গোল পেতে পারতেন মেসি। জর্দি আলবার বা প্রান্ত থেকে নিখুঁত এক ক্রসে মাথা লাগিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী, কিন্তু অল্পের জন্য বারের ওপর দিয়ে বল বাইরে চলে যায়। বল যেমন সে সময় বাইরে চলে গেছে, ঠিক তেমনি আতালান্তার ৭৩ মিনিটের গোলে ম্যাচও হাতের বাইরে চলে যায় মেসির দলের। মায়ামির জালে শেষ পেরেকটি জামাল তিয়ারে।
শুধু মেসি নন, ৩-১ গোলে মায়ামি হেরে যাওয়ায় সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেতসেরও ফেরাটা জয় দিয়ে রাঙানো হয়নি। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারল মায়ামি। ম্যাচ হারলেও ইস্টার্ন কনফারেন্সর পয়েন্ট তালিকায় শীর্ষেই আছেন মেসিরা। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।
ফিরেই চোখধাঁধানো এক গোল করলেন লিওনেল মেসি। কিন্তু তাতে দলীয় সাফল্য আসেনি। জয় দিয়ে তাঁকে প্রত্যাবর্তনের ম্যাচটা যে রাঙাতে দেননি সাবা লবজিনিচ।
জোড়া গোল করে ইন্টার মায়ামির বিপক্ষে আতালান্তা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন লবজিনিচ। দুই অর্ধে ২ গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ার মিডফিল্ডার। শুরুটা করেন ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো এক শটে। বিরতির পর করেন নিজের ও দলের দ্বিতীয় গোল।
ম্যাচের ৫৯ মিনিটের গোলটি এবার বাঁ পায়ে করেন লবজিনিচ। এবারের গোলটিও বক্সের বাইরে থেকে। তাঁর দুটি গোলই প্রতিহত করার সুযোগ পাননি মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ২ গোলে পিছিয়ে পড়ার ৩ মিনিট পরেই দলকে ম্যাচে ফেরান মেসি। ক্যারিয়ারের অধিকাংশ সময়েই বক্সের বাইরে থেকে যে অবিশ্বাস্য গোলগুলো করেছেন আজকেরটা ঠিক তেমনি ছিল। ৬৩ মিনিটের মাটি কামড়ানো শটটি এক কথায় অসাধারণ ছিল। মেজর লিগ সকারের মেসির এটি ১২তম গোল। সমান অ্যাসিস্টও করেছেন তিনি।
অবশ্য ভাগ্যে সহায় থাকলে ম্যাচের চার মিনিটেই গোল পেতে পারতেন মেসি। জর্দি আলবার বা প্রান্ত থেকে নিখুঁত এক ক্রসে মাথা লাগিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী, কিন্তু অল্পের জন্য বারের ওপর দিয়ে বল বাইরে চলে যায়। বল যেমন সে সময় বাইরে চলে গেছে, ঠিক তেমনি আতালান্তার ৭৩ মিনিটের গোলে ম্যাচও হাতের বাইরে চলে যায় মেসির দলের। মায়ামির জালে শেষ পেরেকটি জামাল তিয়ারে।
শুধু মেসি নন, ৩-১ গোলে মায়ামি হেরে যাওয়ায় সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেতসেরও ফেরাটা জয় দিয়ে রাঙানো হয়নি। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারল মায়ামি। ম্যাচ হারলেও ইস্টার্ন কনফারেন্সর পয়েন্ট তালিকায় শীর্ষেই আছেন মেসিরা। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে