জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের।
আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও।
প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা।
বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা।
যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান
জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের।
আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও।
প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা।
বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা।
যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৮ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে