জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের।
আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও।
প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা।
বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা।
যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান
জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের।
আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও।
প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা।
বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা।
যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে