Ajker Patrika

রাতে আসছে সিঙ্গাপুর, শেষ মুহূর্তে দলে যোগ হলেন আরেক প্রতিভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৫, ২০: ৫০
ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে সিঙ্গাপুর দল। ছবি:  ফুটবল অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুর
ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে সিঙ্গাপুর দল। ছবি:  ফুটবল অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুর

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে আজ ঢাকায় আসছে সিঙ্গাপুর ফুটবল দল। রাত পৌনে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দলটির। তবে এর আগে দলে যোগ দেবেন ফারহান জুলকিফলি। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে ২২ বছর বয়সী প্রতিভাবান এই উইঙ্গারের। জাতীয় দলের হয়ে ৬ ম্যাচ খেলে ১ গোল করেছেন তিনি।

সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন অবশ্য গতকাল রাতেই ঢাকায় এসেছেন। আগামীকাল বিকেল সাড়ে ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুশীলন করবে সফরকারীরা। এর আগে আজ মাঠটি পরিদর্শন করেছেন ম্যানেজার। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন অনুশীলন করবে জাতীয় স্টেডিয়ামে। গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

ঈদের দিনে আজ নামাজের পর থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। অবসরের অল্প সময় কাটিয়ে অনুশীলনের জন্য ফের বিকেল ৫টায় নেমে পড়তে হয়েছে মাঠে। আজ রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ জুন ভুটানকে প্রীতি ম্যাচে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে কাবরেরার দল। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছাড়ে হংকং-সিঙ্গাপুরও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত