ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন দীর্ঘ হচ্ছে ব্রাজিল দলের চোটের মিছিল। দুই দিন আগে ছিটকে গেছেন দলের অন্যতম গোলরক্ষক এদেরসন। তাঁরও আগে ছিটকে গেছেন আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার। দুই গোলরক্ষকের সঙ্গে হতাশার খবর দিয়েছেন ডিফেন্ডার মার্কিওনিস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও।
এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন কাসেমিরো। এতে চোটে জর্জরিত ব্রাজিল যেন ম্যাচ খেলতে নামার আগে ‘হাসপাতালে’ পরিণত হয়েছে। অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারকে হারিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন দরিভাল জুনিয়র।
এক বিবৃতিতে ইতিমধ্যে ১৩ জন ফুটবলারের চোটের কারণে দলে না পাওয়ার কথা জানিয়েছেন দরিভাল। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া কোচ বলেছেন, ‘প্রাথমিক তালিকার ৫০ জনের মধ্যে ১৩ জনের না থাকা নিশ্চিত করা হয়েছে খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এবার কাসেমিরোকেও হারালাম। পোর্তো থেকে পেপেকে ডাকা হয়েছে। মূলত ফরোয়ার্ড হলেও এখন মিডফিল্ডে খেলছে।’
কাসেমিরোর বদলি হিসেবে সুযোগ পাওয়া পেপে এক বছর পর দলে আবারও ডাক পেয়েছেন। গত বছর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল। ২৭ বছর বয়সি মিডফিল্ডারের সঙ্গে লিও জার্দিমকে দলে নিয়েছে দরিভাল। ভাস্কো দা গামার এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
খেলোয়াড়দের চোটের কারণে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দল গঠনে বেশ বিপদে পড়েছেন দরিভাল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল। হ্যারি কেইন-ফিল ফোডেনদের বিপক্ষে খেলার তিন দিন পর স্পেনের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৬ মার্চ ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন দীর্ঘ হচ্ছে ব্রাজিল দলের চোটের মিছিল। দুই দিন আগে ছিটকে গেছেন দলের অন্যতম গোলরক্ষক এদেরসন। তাঁরও আগে ছিটকে গেছেন আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার। দুই গোলরক্ষকের সঙ্গে হতাশার খবর দিয়েছেন ডিফেন্ডার মার্কিওনিস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও।
এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন কাসেমিরো। এতে চোটে জর্জরিত ব্রাজিল যেন ম্যাচ খেলতে নামার আগে ‘হাসপাতালে’ পরিণত হয়েছে। অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারকে হারিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন দরিভাল জুনিয়র।
এক বিবৃতিতে ইতিমধ্যে ১৩ জন ফুটবলারের চোটের কারণে দলে না পাওয়ার কথা জানিয়েছেন দরিভাল। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া কোচ বলেছেন, ‘প্রাথমিক তালিকার ৫০ জনের মধ্যে ১৩ জনের না থাকা নিশ্চিত করা হয়েছে খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এবার কাসেমিরোকেও হারালাম। পোর্তো থেকে পেপেকে ডাকা হয়েছে। মূলত ফরোয়ার্ড হলেও এখন মিডফিল্ডে খেলছে।’
কাসেমিরোর বদলি হিসেবে সুযোগ পাওয়া পেপে এক বছর পর দলে আবারও ডাক পেয়েছেন। গত বছর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল। ২৭ বছর বয়সি মিডফিল্ডারের সঙ্গে লিও জার্দিমকে দলে নিয়েছে দরিভাল। ভাস্কো দা গামার এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
খেলোয়াড়দের চোটের কারণে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দল গঠনে বেশ বিপদে পড়েছেন দরিভাল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল। হ্যারি কেইন-ফিল ফোডেনদের বিপক্ষে খেলার তিন দিন পর স্পেনের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৬ মার্চ ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১১ ঘণ্টা আগে