Ajker Patrika

ফুটবলে আবারও নিষিদ্ধ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৯
পাকিস্তান ফুটবল দল। ছবি : পিএফএফ
পাকিস্তান ফুটবল দল। ছবি : পিএফএফ

আরও একবার ফিফার নিষেধাজ্ঞা খড়্গে পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

মূলত পিএফএফের গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার সুপারিশ করা হয় ফিফার পক্ষ থেকে। যা সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করবে। কিন্তু পিএফএফ তা মানতে অস্বীকৃতি জানায়। যার ফলে, ফিফাও কঠোর অবস্থানে যেতে কোনো ধরনের কার্পণ্য বোধ করেনি।

বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফা ও এএফসি কর্তৃক প্রেরিত গঠনতন্ত্র পিএফএফ কংগ্রেস মেনে নিলেই কেবল এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।’

পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক অবশ্য আগেই আভাস দিয়েছিলেন নিষেধাজ্ঞার। তিনি বলেন, ‘পিএফএফের গঠনতন্ত্রকে আন্তর্জাতিক মানের করে তুলতে ফিফা কিছু সংশোধনী আনতে চায়। তবে নতুন নির্বাচিত পিএফএফের বেশিরভাগ সদস্যই সেই প্রস্তাবে রাজি হয়নি।’

নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তান। এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০২১ সালে নিষিদ্ধ হয়েছিল তারা। ফেডারেশনের পুরো নিয়ন্ত্রণ নরমালাইজেশন কমিটির হাতে চলে যাওয়ার পর ২০২২ সালের জুনে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ