Ajker Patrika

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৫, ২৩: ০৯
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ। ছবি: বিসিবি
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ। ছবি: বিসিবি

৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে প্রথম ইনিংসে কিশোরগঞ্জ তোলে ২৪৪ রান। জবাবে ৮২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। প্রথম ইনিংসে ১৬২ এগিয়ে থেকে কিশোরগঞ্জ দ্বিতীয় ইনিংসে করে ১৭৪ রান। ৩৩৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। ১৮৪ রানের বড় জয়ে প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের হয়ে প্রথম ইনিংসে জাহিদুজ্জান ৪১ ও অধিনায়ক রেদোয়ান সিয়াম করেন ৪৫ রান। কুমিল্লার হয়ে ৩টি করে উইকেট নেন স্বপন কুমার দে ও আশরাফুল হাসান। কুমিল্লাকে গুটিয়ে দিতে কিশোরগঞ্জের শরিফুল রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম ইনিংসে তার শিকার ১ উইকেট আর ব্যাট হাতে করেন ৩৯ রান। দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।

দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট আর ৪১ রান করে ম্যাচসেরা হন শরিফুল। তাঁর হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ৬৪ জেলা ক্রিকেট দল নিয়ে গত ১৫ মার্চ ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত