২০২৪ নারী সাফ
অনলাইন ডেস্ক
শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়েই যে বাংলাদেশ নারী ফুটবল দল এবার সাফে খেলতে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে সাবিনা খাতুনের বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে জয়ের পরই যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিতে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে। সেভেন আপের যে স্বাদ উপহার দিল বাংলাদেশ, তার ৫টিই দিয়েছে প্রথমার্ধে।
৭ মিনিটেই ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে প্রথমে বল রিসিভ করেন তহুরা খাতুন। তহুরার থেকে বল এরপর নিয়ে ঋতুপর্ণা জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে। ১১ মিনিটেই বাংলাদেশ ২-০ করতে পারত। তবে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড ভুটানের এক ডিভেন্ডার গোল বাঁচিয়ে দেন।
ভুটান অবশ্য বেশিক্ষণ নিজের জাল অক্ষত রাখতে পারেনি। ১৪ মিনিটে শিউলির থেকে বল রিসিভ করেন তহুরা। বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার শট লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই লক্ষ্যভেদ করেন সাবিনা। টুর্নামেন্টে এবারই প্রথম গোল পেলেন সাবিনা।
৩৪ মিনিটে আবারও ঝলক দেখান তহুরা। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে ৪-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। পঞ্চম গোল বাংলাদেশ পেয়েছে ৩৬ মিনিটে। ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গেরেকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সাবিনা। এটা বাংলাদেশ অধিনায়কের টুর্নামেন্টে দ্বিতীয় গোল।
একের পর এক গোল হজম করতে থাকা ভুটান চেষ্টা করছিল। তবে বাংলাদেশের রক্ষণে গোলের পরিস্থিতি তৈরি করেও সফল হয়নি ভুটান। ৪০ মিনিটে ভুটানের স্ট্রাইকার দেকি হাজম গোল করে ব্যবধান কমিয়েছেন।
গতকাল অসুস্থ থাকায় অনুশীলন করতে পারেননি সাবিনা। ভুটানের বিপক্ষে খেলা নিয়েই তাঁর অনিশ্চয়তা ছিল। তবে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক জ্বলে উঠেছেন।
শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়েই যে বাংলাদেশ নারী ফুটবল দল এবার সাফে খেলতে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে সাবিনা খাতুনের বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে জয়ের পরই যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিতে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে। সেভেন আপের যে স্বাদ উপহার দিল বাংলাদেশ, তার ৫টিই দিয়েছে প্রথমার্ধে।
৭ মিনিটেই ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে প্রথমে বল রিসিভ করেন তহুরা খাতুন। তহুরার থেকে বল এরপর নিয়ে ঋতুপর্ণা জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে। ১১ মিনিটেই বাংলাদেশ ২-০ করতে পারত। তবে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড ভুটানের এক ডিভেন্ডার গোল বাঁচিয়ে দেন।
ভুটান অবশ্য বেশিক্ষণ নিজের জাল অক্ষত রাখতে পারেনি। ১৪ মিনিটে শিউলির থেকে বল রিসিভ করেন তহুরা। বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার শট লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই লক্ষ্যভেদ করেন সাবিনা। টুর্নামেন্টে এবারই প্রথম গোল পেলেন সাবিনা।
৩৪ মিনিটে আবারও ঝলক দেখান তহুরা। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে ৪-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। পঞ্চম গোল বাংলাদেশ পেয়েছে ৩৬ মিনিটে। ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গেরেকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সাবিনা। এটা বাংলাদেশ অধিনায়কের টুর্নামেন্টে দ্বিতীয় গোল।
একের পর এক গোল হজম করতে থাকা ভুটান চেষ্টা করছিল। তবে বাংলাদেশের রক্ষণে গোলের পরিস্থিতি তৈরি করেও সফল হয়নি ভুটান। ৪০ মিনিটে ভুটানের স্ট্রাইকার দেকি হাজম গোল করে ব্যবধান কমিয়েছেন।
গতকাল অসুস্থ থাকায় অনুশীলন করতে পারেননি সাবিনা। ভুটানের বিপক্ষে খেলা নিয়েই তাঁর অনিশ্চয়তা ছিল। তবে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক জ্বলে উঠেছেন।
সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
২ ঘণ্টা আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
৪ ঘণ্টা আগে