বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। পৃথিবীতে যাঁর অগণিত ভক্ত। ভক্তের তালিকায় শুধু সমর্থক নন আছেন অনেক ফুটবলারও। এবারের বিশ্বকাপে তেমনি এক ফুটবল ভক্তের সন্ধান মিলেছে। সেই ভক্ত আবার কাতার বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ।
বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন ম্যাটি ক্যাশ। প্রথম বিশ্বকাপে খেলতে এসেই প্রিয় ফুটবলার মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের বিপক্ষে খেলে তো ধন্য হবেন সেই সঙ্গে একটি স্মৃতি রেখে দিতে চাচ্ছেন তিনি। এর জন্য ক্লাব সতীর্থের সহায়তা চেয়েছেন এই ডিফেন্ডার। মেসির জার্সির জন্য অনুরোধ করেছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজকে।
এবারে বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে রক্ষণভাগ সামলাবেন ক্যাশ। পজিশনের কারণে তাই প্রিয় ফুটবলারকেও বোতল বন্দী করে রাখার দায়িত্বও তাঁর। এ দায়িত্ব পালনের আগে অবশ্য মেসির জার্সি চেয়ে রেখেছেন তিনি। এ জন্য আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের সহায়তা চেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলার কারণে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও হয়েছে।
বিশ্বকাপ নিয়ে ক্যাশ ও মার্তিনেজের মধ্যে কী আলোচনা হয়েছে তার বিষয়ে পোলিশ ডিফেন্ডার বলেছেন, ‘কে জিতবে সে নিয়ে কথা হয়নি। তবে তার কাছে মেসির জার্সি চেয়ে রেখেছি। যদি তার সম্ভব হয় তবে।’
এরপর মাঠের খেলা নিয়ে ক্যাশ বলেছেন, ‘অবশ্যই, যখন মাঠে নামব তখন আমরা প্রতিপক্ষ। যদিও আমরা ক্লাবে সতীর্থ। টুর্নামেন্টে কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামব আমরা।’
টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। দল দুটি বিশ্বকাপে মুখোমুখি হবে ৩০ নভেম্বর। তাই আশা করা যায়, সেদিন ক্যাশের আশা পূরণ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। ‘সি’ গ্রুপের বাকি দল হচ্ছে সৌদি আরব ও মেক্সিকো।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। পৃথিবীতে যাঁর অগণিত ভক্ত। ভক্তের তালিকায় শুধু সমর্থক নন আছেন অনেক ফুটবলারও। এবারের বিশ্বকাপে তেমনি এক ফুটবল ভক্তের সন্ধান মিলেছে। সেই ভক্ত আবার কাতার বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ।
বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন ম্যাটি ক্যাশ। প্রথম বিশ্বকাপে খেলতে এসেই প্রিয় ফুটবলার মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের বিপক্ষে খেলে তো ধন্য হবেন সেই সঙ্গে একটি স্মৃতি রেখে দিতে চাচ্ছেন তিনি। এর জন্য ক্লাব সতীর্থের সহায়তা চেয়েছেন এই ডিফেন্ডার। মেসির জার্সির জন্য অনুরোধ করেছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজকে।
এবারে বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে রক্ষণভাগ সামলাবেন ক্যাশ। পজিশনের কারণে তাই প্রিয় ফুটবলারকেও বোতল বন্দী করে রাখার দায়িত্বও তাঁর। এ দায়িত্ব পালনের আগে অবশ্য মেসির জার্সি চেয়ে রেখেছেন তিনি। এ জন্য আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের সহায়তা চেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলার কারণে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও হয়েছে।
বিশ্বকাপ নিয়ে ক্যাশ ও মার্তিনেজের মধ্যে কী আলোচনা হয়েছে তার বিষয়ে পোলিশ ডিফেন্ডার বলেছেন, ‘কে জিতবে সে নিয়ে কথা হয়নি। তবে তার কাছে মেসির জার্সি চেয়ে রেখেছি। যদি তার সম্ভব হয় তবে।’
এরপর মাঠের খেলা নিয়ে ক্যাশ বলেছেন, ‘অবশ্যই, যখন মাঠে নামব তখন আমরা প্রতিপক্ষ। যদিও আমরা ক্লাবে সতীর্থ। টুর্নামেন্টে কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামব আমরা।’
টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। দল দুটি বিশ্বকাপে মুখোমুখি হবে ৩০ নভেম্বর। তাই আশা করা যায়, সেদিন ক্যাশের আশা পূরণ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। ‘সি’ গ্রুপের বাকি দল হচ্ছে সৌদি আরব ও মেক্সিকো।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে