ব্রাজিল ফুটবল দল এক দুঃসময়ের ভেতর দিয়েই যাচ্ছে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো তো খেলতে পারছেই না, এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) টালমাটাল অবস্থা। ফুটবলপ্রধান একবার বরখাস্ত হয়ে আবার ফিরে পাচ্ছেন তাঁর হারানো পদ।
২০২৩-এর ডিসেম্বরে রিও ডি জেনিরো আদালতের রায়ে সিবিএফ-প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন এদনালদো রদ্রিগেজ। রয়টার্সের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ গতকাল এই আদেশ দিয়েছেন। অন্যদিকে এ বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। রদ্রিগেজকে আগের পদে ফেরানো না হলে এ বছরের অলিম্পিকে ব্রাজিলের খেলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মেন্দেজ। মেন্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আগামীকালের (৫ জানুয়ারি, ২০২৪) মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’
সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) সভাপতি হোসে পারদিজকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়েছিল আদালত। এ কারণে ফিফা তখন দফায় দফায় চিঠি পাঠিয়েছিল ব্রাজিলকে। তাতে বলা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তিকে সিবিএফের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ফিফা মানবে না। কারণ ফুটবলের ব্যাপারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ ফিফা পছন্দ করে না। নিয়ম ভাঙার দায়ে যেকোনো দলকে যেকোনো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করতে পারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। এক মাস আগের ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছেন মেন্দেজ।
২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সভাপতিই নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।
ব্রাজিল ফুটবল দল এক দুঃসময়ের ভেতর দিয়েই যাচ্ছে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো তো খেলতে পারছেই না, এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) টালমাটাল অবস্থা। ফুটবলপ্রধান একবার বরখাস্ত হয়ে আবার ফিরে পাচ্ছেন তাঁর হারানো পদ।
২০২৩-এর ডিসেম্বরে রিও ডি জেনিরো আদালতের রায়ে সিবিএফ-প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন এদনালদো রদ্রিগেজ। রয়টার্সের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ গতকাল এই আদেশ দিয়েছেন। অন্যদিকে এ বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। রদ্রিগেজকে আগের পদে ফেরানো না হলে এ বছরের অলিম্পিকে ব্রাজিলের খেলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মেন্দেজ। মেন্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আগামীকালের (৫ জানুয়ারি, ২০২৪) মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’
সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) সভাপতি হোসে পারদিজকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়েছিল আদালত। এ কারণে ফিফা তখন দফায় দফায় চিঠি পাঠিয়েছিল ব্রাজিলকে। তাতে বলা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তিকে সিবিএফের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ফিফা মানবে না। কারণ ফুটবলের ব্যাপারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ ফিফা পছন্দ করে না। নিয়ম ভাঙার দায়ে যেকোনো দলকে যেকোনো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করতে পারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। এক মাস আগের ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছেন মেন্দেজ।
২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সভাপতিই নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে