ব্রাজিল ফুটবল দল এক দুঃসময়ের ভেতর দিয়েই যাচ্ছে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো তো খেলতে পারছেই না, এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) টালমাটাল অবস্থা। ফুটবলপ্রধান একবার বরখাস্ত হয়ে আবার ফিরে পাচ্ছেন তাঁর হারানো পদ।
২০২৩-এর ডিসেম্বরে রিও ডি জেনিরো আদালতের রায়ে সিবিএফ-প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন এদনালদো রদ্রিগেজ। রয়টার্সের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ গতকাল এই আদেশ দিয়েছেন। অন্যদিকে এ বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। রদ্রিগেজকে আগের পদে ফেরানো না হলে এ বছরের অলিম্পিকে ব্রাজিলের খেলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মেন্দেজ। মেন্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আগামীকালের (৫ জানুয়ারি, ২০২৪) মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’
সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) সভাপতি হোসে পারদিজকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়েছিল আদালত। এ কারণে ফিফা তখন দফায় দফায় চিঠি পাঠিয়েছিল ব্রাজিলকে। তাতে বলা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তিকে সিবিএফের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ফিফা মানবে না। কারণ ফুটবলের ব্যাপারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ ফিফা পছন্দ করে না। নিয়ম ভাঙার দায়ে যেকোনো দলকে যেকোনো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করতে পারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। এক মাস আগের ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছেন মেন্দেজ।
২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সভাপতিই নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।
ব্রাজিল ফুটবল দল এক দুঃসময়ের ভেতর দিয়েই যাচ্ছে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো তো খেলতে পারছেই না, এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) টালমাটাল অবস্থা। ফুটবলপ্রধান একবার বরখাস্ত হয়ে আবার ফিরে পাচ্ছেন তাঁর হারানো পদ।
২০২৩-এর ডিসেম্বরে রিও ডি জেনিরো আদালতের রায়ে সিবিএফ-প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন এদনালদো রদ্রিগেজ। রয়টার্সের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ গতকাল এই আদেশ দিয়েছেন। অন্যদিকে এ বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। রদ্রিগেজকে আগের পদে ফেরানো না হলে এ বছরের অলিম্পিকে ব্রাজিলের খেলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মেন্দেজ। মেন্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আগামীকালের (৫ জানুয়ারি, ২০২৪) মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’
সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) সভাপতি হোসে পারদিজকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়েছিল আদালত। এ কারণে ফিফা তখন দফায় দফায় চিঠি পাঠিয়েছিল ব্রাজিলকে। তাতে বলা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তিকে সিবিএফের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ফিফা মানবে না। কারণ ফুটবলের ব্যাপারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ ফিফা পছন্দ করে না। নিয়ম ভাঙার দায়ে যেকোনো দলকে যেকোনো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করতে পারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। এক মাস আগের ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছেন মেন্দেজ।
২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সভাপতিই নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২২ মিনিট আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
১ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ ঘণ্টা আগে