Ajker Patrika

আবারও কানাডায় সেরাদের দলে বাংলাদেশের সমিত

ক্রীড়া ডেস্ক    
কানাডায় আবারও সপ্তাহের সেরা দলে সমিত সোম। ছবি: সংগৃহীত
কানাডায় আবারও সপ্তাহের সেরা দলে সমিত সোম। ছবি: সংগৃহীত

সময়টা এখন ভালোই যাচ্ছে সমিত সোমের। কানাডা প্রিমিয়ার লিগে সপ্তাহের সেরা ফুটবলারের তালিকায় গত সপ্তাহে জায়গা পেয়েছিলেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার আবারও কানাডায় সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

কানাডিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) গত রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সপ্তাহের সেরা দল প্রকাশ করেছে। সপ্তাহের সেরা দলে সমিতের ক্যাভালরি এফসি থেকে আছেন ৪ ফুটবলার। সমিতের সঙ্গে আছেন আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি ও লেভি লিয়াং। ক্যাভালরি এফসির মতো চার ফুটবলার আছেন অটোয়া থেকে। সপ্তাহের সেরা দলের গোলরক্ষক অটোয়ার নাথান ইংহাম। এই দলের অপর তিন ফুটবলার ডেভিড রদ্রিগেজ, স্যাম সল্টার ও গ্যাব্রিয়েল অন্টিনোরো। আর সিপিএলে সপ্তাহের দল থেকে প্যাসিফিক এফসির প্রতিনিধিত্ব করছেন মার্কো বুসতোস, অ্যালি এনডোম ও এরিক লাজিউনিসি। দলটা সিপিএল সাজিয়েছে ৪-৩-৩ ফরম্যাটে।

সমিতের ক্যাভালরি সবশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে। এইচএফএক্স ওয়ান্ডারার্সকে ১০ মে রাতে ৩-০ গোলে হারিয়েছে ক্যাভালরি। সেই ম্যাচে আলি মুসি জোড়া গোল করেন ও অপর গোল পেনাল্টি থেকে করেন তোবিয়াস ওয়ার্সচিউস্কি। ওয়ান্ডারার গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে এক অ্যাসিস্ট করেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার দুর্দান্ত পারফরম্যান্সে টানা দুইবার সিপিএলের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন।

কানাডিয়ান প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে ক্যাভালরি। সবার ওপরে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৬। তারা খেলেছে ৬ ম্যাচ। সমান ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়ান্ডারার্স। তিনে থাকা ফোর্জ পাঁচ ম্যাচ খেলে পেয়েছে ৯ পয়েন্ট। ওয়ান্ডার্সের বিপক্ষে ক্যাভালরির ম্যাচে অ্যাসিস্টের পাশাপাশি রক্ষণভাগও দারুণভাবে সামলেছেন সমিত। মাঝমাঠে যে কতটা ভরসা করা যায়, সেটা বাংলাদেশি এই মিডফিল্ডার বুঝিয়ে দিয়েছেন।

৫ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান সমিত। পাসপোর্ট পাওয়ার একদিনের মধ্যেই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের জার্সিতে খেলতে এখন তাঁর আর কোনো বাধা নেই। বাংলাদেশের পরের ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত