Ajker Patrika

আর্জেন্টিনা দলে নেই মেসির পিএসজি সতীর্থ ইকার্দি

আর্জেন্টিনা দলে নেই মেসির পিএসজি সতীর্থ ইকার্দি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি লিওনেল মেসির পিএসজি সতীর্থ মাউরো ইকার্দি। দুই বছর পর দলে ফিরেছেন পাওলো দিবালা। দিবালার পর দলে ফিরেছেন জেরোনিমো রুলি, হুয়ান ফয়েথ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াও।

আগামী মাসে এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও খেলবেন মেসি-দিবালারা। অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা আর বলিভিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে। ৬ সেপ্টেম্বর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আর ১০ সেপ্টেম্বর খেলবে বলিভিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনা দল
এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুই, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, এরমান পেসেলা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভান্নি লো চেলসো, আলেহান্দ্রো গোমেজ, আনহেল কোরেয়া, আনহেল দি মারিয়া, জুলিয়ান আলভারেজ, হোয়াকিম কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েনদিয়া, লিওনেল মেসি ও পাওলো দিবালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত