কাতার বিশ্বকাপে সমর্থকদের এখন পর্যন্ত মনোরম খেলা উপহার দিয়েছে মরক্কো। ১৯৮৬ বিশ্বকাপের পর আবারও দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখছে বারবারি লায়নরা। দলটি প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর বেলজিয়ামের বিপক্ষে পেয়েছে দারুণ জয়।
গতকাল কাতারের আল থুমামা স্টেডিয়ামে বেলজিয়ানদের ২-০ গোলে হারিয়েছে মরক্কো। বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকান দলটির এটি তৃতীয় জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে মরক্কো।
মরক্কোর এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছেন আশরাফ হাকিমি। ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন পিএসজির এই অ্যাটাকিং ডিফেন্ডার। কিন্তু গতকাল বেলজিয়ামের বিপক্ষে ঐতিহাসিক জয় ছাপিয়ে আলোচনায় আশরাফ হাকিমি এবং তাঁর মায়ের বিশেষ একটি মুহূর্তে।
ছেলের খেলা দেখতে এ দিন মাঠে আসেন হাকিমির মা। গ্যালারিতে বসেই দেখেছেন বেলজিয়াম-মরক্কোর পুরো ম্যাচ। জয়ের পর হাকিমি গ্যালারিতে দৌড়ে গিয়ে মায়ের সঙ্গে আলিঙ্গন করেন। মা সাইদা মৌ, ছেলের গালে চুমু দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। হাকিমিও মায়ের কপালে চুমু দিয়ে ভালোবাসার জানান দেন।
শুধু তাই নয়, এই ম্যাচে গায়ে জড়ানো জার্সিটিও মাকে উপহার দিয়েছেন হাকিমি। গ্যালারিতে থাকা আশপাশের সমর্থকরাও উপভোগ করছিলেন মা-ছেলের নিখাদ এই ভালোবাসার দৃশ্য। ফটোগ্রাফারের ক্যামেরায় এটি ছিল বেলজিয়াম-মরক্কো ম্যাচের প্রেক্ষাপটে সেরা ছবি। মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
খেলা শেষে এই ছবি দিয়েই আশরাফ হাকিমি টুইটারে পোস্ট করেছেন, ‘উহেব্বুকা উম্মি’। যার বাংলা অর্থ, ‘আমি তোমাকে ভালোবাসি মা’।
আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কনাডার বিপক্ষে খেলবে মরক্কো। এই ম্যাচ জয় পেলে কোনো হিসেব ছাড়াই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে হাকিমিরা।
কাতার বিশ্বকাপে সমর্থকদের এখন পর্যন্ত মনোরম খেলা উপহার দিয়েছে মরক্কো। ১৯৮৬ বিশ্বকাপের পর আবারও দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখছে বারবারি লায়নরা। দলটি প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর বেলজিয়ামের বিপক্ষে পেয়েছে দারুণ জয়।
গতকাল কাতারের আল থুমামা স্টেডিয়ামে বেলজিয়ানদের ২-০ গোলে হারিয়েছে মরক্কো। বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকান দলটির এটি তৃতীয় জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে মরক্কো।
মরক্কোর এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছেন আশরাফ হাকিমি। ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন পিএসজির এই অ্যাটাকিং ডিফেন্ডার। কিন্তু গতকাল বেলজিয়ামের বিপক্ষে ঐতিহাসিক জয় ছাপিয়ে আলোচনায় আশরাফ হাকিমি এবং তাঁর মায়ের বিশেষ একটি মুহূর্তে।
ছেলের খেলা দেখতে এ দিন মাঠে আসেন হাকিমির মা। গ্যালারিতে বসেই দেখেছেন বেলজিয়াম-মরক্কোর পুরো ম্যাচ। জয়ের পর হাকিমি গ্যালারিতে দৌড়ে গিয়ে মায়ের সঙ্গে আলিঙ্গন করেন। মা সাইদা মৌ, ছেলের গালে চুমু দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। হাকিমিও মায়ের কপালে চুমু দিয়ে ভালোবাসার জানান দেন।
শুধু তাই নয়, এই ম্যাচে গায়ে জড়ানো জার্সিটিও মাকে উপহার দিয়েছেন হাকিমি। গ্যালারিতে থাকা আশপাশের সমর্থকরাও উপভোগ করছিলেন মা-ছেলের নিখাদ এই ভালোবাসার দৃশ্য। ফটোগ্রাফারের ক্যামেরায় এটি ছিল বেলজিয়াম-মরক্কো ম্যাচের প্রেক্ষাপটে সেরা ছবি। মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
খেলা শেষে এই ছবি দিয়েই আশরাফ হাকিমি টুইটারে পোস্ট করেছেন, ‘উহেব্বুকা উম্মি’। যার বাংলা অর্থ, ‘আমি তোমাকে ভালোবাসি মা’।
আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কনাডার বিপক্ষে খেলবে মরক্কো। এই ম্যাচ জয় পেলে কোনো হিসেব ছাড়াই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে হাকিমিরা।
২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৪ মিনিট আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩২ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে