Ajker Patrika

মারা গেলেন ইতালির সাবেক স্ট্রাইকার 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮: ১১
মারা গেলেন ইতালির সাবেক স্ট্রাইকার 

অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করছিলেন জিয়ানলুকা ভিয়াল্লি। অবশেষে হার মানলেন। আজ ভোরে ৫৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ইতালিয়ান এই সাবেক স্ট্রাইকার। 

ভিয়াল্লির মৃত্যুতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলি গ্রাভিনা শোক প্রকাশ করেছেন। গ্রাভিনা বলেন, ‘জিয়ানলুকা অসাধারণ এক ব্যক্তিত্ব ছিলেন এবং তাঁর শূন্যস্থান কখনো পূরণ হবে না। আমি আশা করেছিলাম, শেষ পর্যন্ত তিনি আরও চমক দেখাবেন। তারপরও তিনি ইতালিয়ান ফুটবল দলের জন্য যা করেছেন, তা অসাধারণ এবং নীল জার্সি কখনো তা ভুলবে না।’ 

২০১৭ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়েছিল তাঁর। চিকিৎসা শেষে এক বছরের মাথায় সুস্থ হয় উঠেছিলেন। ২০২১ সালে আবারও আক্রান্ত হয়েছিলেন এবং ২০২২ সালে ইতালির দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। 

ইতালির জার্সিতে ৫৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ভিয়াল্লি। ১৬ গোলের সঙ্গে ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন। আর ক্লাব ফুটবলে ৬৭৩ ম্যাচে করেছেন ২৫৯ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৪ গোলে। সাম্পদোরিয়া, জুভেন্টাস ও চেলসির জার্সিতে খেলেছিলেন ভিয়াল্লি। ১৯৯৪-৯৫ মৌসুমে জুভেন্টাসের হয়ে সিরি আ ও ১৯৯৫-৯৬ মৌসুমে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ১৯৯০-৯১ মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে সিরি আ জিতেছিলেন ইতালিয়ান এই সাবেক স্ট্রাইকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত