Ajker Patrika

মাদ্রিদ ছাড়ার সময় কাঁদছিলেন ওজিল 

মাদ্রিদ ছাড়ার সময় কাঁদছিলেন ওজিল 

ফুটবলকে কয়েকদিন আগেই বিদায় জানিয়েছেন মেসুত ওজিল। তবু এক পুরনো ঘটনা মনে করে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন ওজিল। রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় কান্নার কথা স্মরণ করেছেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার।

২০১৩ এর ঘটনা। রিয়াল মাদ্রিদে হঠাৎ করে সময় খারাপ হওয়া শুরু করে ওজিলের। রিয়ালের হয়ে ম্যাচ খেলার সুযোগ হচ্ছিল না তেমন একটা। রিয়ালের সভাপতির সঙ্গে ওজিলের বাবা ও এজেন্টের ঝামেলা হয়েছিল। এরপর মাদ্রিদ ছেড়ে আর্সেনালে চলে গিয়েছিলেন জার্মানির সাবেক মিডফিল্ডার।

আর্সেনালে গেলেও রিয়ালকে যেন ভুলতেই পারছিলেন না ওজিল। তিন মৌসুম রিয়ালে খেলে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন তিনি। ১০ বছর আগের ঘটনা স্মৃতিচারণ করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জার্মানির সাবেক মিডফিল্ডার বলেন, ‘মাদ্রিদ ছাড়ার সময় আমার খুব মন খারাপ হয়েছিল। বিমানবন্দরের একটা ঘটনা আমার মনে আছে। যখন বিমান ছেড়ে যাচ্ছিল, তখন আমি কাঁদছিলাম। রিয়ালে আমি বেশ খুশি ছিলাম। কিন্তু হঠাৎ করে মৌসুমের শুরুতে আমি বেশি খেলিনি। জনাব ফ্লোরেন্তিনো পেরেজ, আমার বাবা এবং এজেন্টের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। বিমান ছাড়ার সময় আমার চোখ দিয়ে জল পড়ছিল।’ 

২০১৮ তে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে ছবি তোলায় সমালোচনার শিকার হয়েছিলেন ওজিল। এরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন জার্মানির সাবেক মিডফিল্ডার। আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচে করেছেন ২৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪০ গোলে। আর ক্লাব ফুটবলে ৬৪৫ ম্যাচে ১১৪ গোল করেছেন এবং ২২২ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত