Ajker Patrika

মালদ্বীপের হারে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

নিজস্ব প্রতিবেদক,বেঙ্গালুরু থেকে 
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৯: ৩১
মালদ্বীপের হারে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

‘বি’ গ্রুপে হিসাবের একটা জটিল মারপ্যাঁচ তৈরি হতো যদি আজ প্রথম লেবাননকে হারিয়ে দিত মালদ্বীপ। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ছাড়া আর বিকল্প থাকত না বাংলাদেশের সামনে। 

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে ২৩ মিনিটে হাসান মাতুকের গোলে মালদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের জন্য একাধিক বিকল্প খুলে দিয়েছে এবারের সাফে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল লেবানন। তিন জয়ে ‘বি’ গ্রুপের সেরা র‍্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা দলটি। লেবাননের জয়ে ২০০৯ সালের পর বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল। 

তিন জয়ে লেবাননের পয়েন্ট এখন ৯। সমান ম্যাচে মালদ্বীপের পয়েন্ট ৩। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্টও তাই। তবে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ায় মালদ্বীপ ও ভুটানের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। রাত ৮টায় ভুটানের বিপক্ষে শুরু হওয়া ম্যাচটায় বাংলাদেশকে শুধু একটা পয়েন্ট পেলেই চলবে। জয় বা ড্র হলেই সেমিফাইনালে খেলবেন জামাল ভূঁইয়ারা। সুযোগ থাকবে ভুটানের কাছে হারলেও। 

যদি ভুটানের হেরেই যায় বাংলাদেশ তখন লেবানন ছাড়া বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ৩। তখন হিসাব কষতে হবে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান এই তিন দল কে কার বিপক্ষে করেছে কত গোল। ভুটানকে ২-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছিল মালদ্বীপ কিন্তু বাংলাদেশের কাছে হেরেছে ৩-১ গোলে। ৩ গোল করা মালদ্বীপ হজমও করেছে সমান তিন গোল। মালদ্বীপকে ৩ গোল দেওয়া বাংলাদেশ এক গোল হজম করায় +২ গোলে এগিয়ে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারলেও সেমিতে খেলবেন জামালরা। তবে ভুটানের কাছে হারের ব্যবধান ২ গোলের বেশি হলেই বিপদে পড়ে যাবে বাংলাদেশ। 

হিসাবের মারপ্যাঁচে না গিয়ে বাংলাদেশের জন্য এখন সহজ সমীকরণ ভুটানের বিপক্ষে একটা পয়েন্ট পাওয়া। মালদ্বীপকে হারিয়ে যেভাবে উজ্জীবিত বাংলাদেশ দলও চায় জয় নিয়েই সেমিফাইনালে খেলতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত