Ajker Patrika

লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছি

লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছি

লিভারপুলের মাঠে গত রাতে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। মোহামেদ সালাহ-সাদিও মানেদের আক্রমণে কোণঠাসা ম্যানইউ গোল হজম করেছে ৪টি। দুই লেগ মিলিয়ে লিভারপুলের কাছে ম্যানইউ খেয়েছে ৯ গোল। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ রালফ রাংনিক। তাঁর মতে, ম্যানইউ বর্তমানে লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছে।
 
অ্যানফিল্ডে রেড ডেভিলদের নিয়ে ছেলেখেলা করেছে অলরেডরা। ম্যাচজুড়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি রাংনিকের শিষ্যরা। অসহায় এই আত্মসমর্পণকে অপমানের উল্লেখ করে জার্মান কোচ বলেছন, ‘এটা বিব্রতকর ও হতাশার। এমনকি অপমানেরও। আমাদের মেনে নিতে হবে যে, লিভারপুল আমাদের চেয়ে ৬ বছর এগিয়ে আছে।’ 

লিভারপুলের কৌশল অনুসরণ করে দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রাংনিক, ‘যখন ইয়ুর্গেন ক্লপ আসে, তখন দলে পরিবর্তন আসে। সে শুধু দলকেই নয়, ক্লাব এবং শহরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আগামী দলবদলে এমন কিছু করা আমাদের জন্যও জরুরি।’ 

নিজেদের খেলা নিয়ে আত্মসমালোচনার তাগিদ রাংনিকের, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে।’ কোচ সমালোচনা করতে বললেও তাতে রাজি নন ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা এই ডিফেন্ডার বলেছেন, ‘খারাপ খেললে কিংবা যথেষ্ট ভালো করতে না পারলে নিশ্চয় প্রত্যেক ম্যাচের শুরুর একাদশে থাকতাম না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত