না ফেরার দেশে পাড়ি জমালেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি ফ্রান্সিসকো পাকো হেন্তো। আজ বিকেলে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। হেন্তোর বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন হেন্তো। একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জিতেছেন তিনি। সবচেয়ে বেশি আটবার ফাইনাল খেলার রেকর্ডটিও তাঁর, যাতে ভাগ রয়েছে পাওলো মালদিনির।
রিয়ালের হয়ে ৬০০ ম্যাচে ১৮২ গোল করেছেন লেফট উইঙ্গার হেন্তো। এ ছাড়া দলটির হয়ে ১২টি লিগ, দুটি কোপা দেল রে এবং একটি ইন্টারন্যাশনাল কাপ জিতেছেন হেন্তো। সব মিলিয়ে ক্লাবের রেকর্ড ২৩টি শিরোপার জয়ের সঙ্গী হেন্তো। কদিন আগে তাঁর এই রেকর্ড স্পর্শ করেছেন মার্সেলো।
জাতীয় দল স্পেনের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন হেন্তো। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।
হেন্তো মৃত্যুতে স্ত্রী মারি লুজ, সন্তান ফ্রাঙ্কিসকো ও জুলিও এবং নাতনী আইতানা ও কানডেলার প্রতি সমবেদনা জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।
আলফ্রেডো ডি স্টেফানোর মৃত্যুর পর ক্লাবের অনারারি প্রেসিডেন্ট (অবৈতনিক সভাপতি) হন হেন্তো। দুই বন্ধু মিলে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, যা এখনো কেউ করে দেখাতে পারেনি। আগামী রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের বিপক্ষে ম্যাচে হেন্তোকে শ্রদ্ধা জানাবে রিয়াল।
না ফেরার দেশে পাড়ি জমালেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি ফ্রান্সিসকো পাকো হেন্তো। আজ বিকেলে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। হেন্তোর বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন হেন্তো। একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জিতেছেন তিনি। সবচেয়ে বেশি আটবার ফাইনাল খেলার রেকর্ডটিও তাঁর, যাতে ভাগ রয়েছে পাওলো মালদিনির।
রিয়ালের হয়ে ৬০০ ম্যাচে ১৮২ গোল করেছেন লেফট উইঙ্গার হেন্তো। এ ছাড়া দলটির হয়ে ১২টি লিগ, দুটি কোপা দেল রে এবং একটি ইন্টারন্যাশনাল কাপ জিতেছেন হেন্তো। সব মিলিয়ে ক্লাবের রেকর্ড ২৩টি শিরোপার জয়ের সঙ্গী হেন্তো। কদিন আগে তাঁর এই রেকর্ড স্পর্শ করেছেন মার্সেলো।
জাতীয় দল স্পেনের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন হেন্তো। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।
হেন্তো মৃত্যুতে স্ত্রী মারি লুজ, সন্তান ফ্রাঙ্কিসকো ও জুলিও এবং নাতনী আইতানা ও কানডেলার প্রতি সমবেদনা জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।
আলফ্রেডো ডি স্টেফানোর মৃত্যুর পর ক্লাবের অনারারি প্রেসিডেন্ট (অবৈতনিক সভাপতি) হন হেন্তো। দুই বন্ধু মিলে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, যা এখনো কেউ করে দেখাতে পারেনি। আগামী রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের বিপক্ষে ম্যাচে হেন্তোকে শ্রদ্ধা জানাবে রিয়াল।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৬ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৬ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৮ ঘণ্টা আগে