Ajker Patrika

ফিলিস্তিনের মেয়েরা ফেব্রুয়ারিতে আসছেন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২০: ৩৮
ফিলিস্তিনের মেয়েরা ফেব্রুয়ারিতে আসছেন বাংলাদেশে

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে আশিয়ান দলগুলোর সঙ্গে খেলার ইচ্ছা থাকলেও সাড়া মেলেনি। নারী ফুটবলে প্রতিপক্ষ সংকটের মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডাকে সাড়া দিয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন।

র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা সৌদি আরবের মেয়েদের সঙ্গে এই জানুয়ারিতে দুই ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। শেষ পর্যন্ত দেশটি খেলতে অপারগতা জানালে এই মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি সাবিনা খাতুনদের। বাফুফের নারী উইংয়ের চেষ্টা ছিল ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে শক্তিশালী কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার।

ফেব্রুয়ারি উইন্ডোতে আশিয়ান দেশগুলোকে খেলার আমন্ত্রণ জানানোর পর কোনো দেশ থেকেই সাড়া পায়নি বাফুফে। শেষ পর্যন্ত এগিয়ে এসেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। ফেব্রুয়ারিতে দুই ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা আছে দলটির। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী ফুটবল উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেছেন, ‘আমি কাতারে গিয়েছিলাম। সেখানে ফিলিস্তিন ফুটবলপ্রধানের সঙ্গে আমার আলোচনা হয়েছে।  আশিয়ান দেশগুলো আমাদের চিঠির সাড়া দেয়নি। আমরা কোনো উইন্ডোই হাতছাড়া করতে চাই না। ফিলিস্তিন অনেক শক্তিশালী দল। তারা আসতে ও খেলতে রাজি হয়েছে।’

ফিলিস্তিনের মেয়েদের বর্তমান র‍্যাঙ্কিং ১৩৬। ইসরায়েল আগ্রাসনের মুখে থাকলেও দেশটির নারী ফুটবলাররা নিয়মিত অনুশীলনে থাকে বলে জানালেন কিরণ। ফেব্রুয়ারির  শেষ সপ্তাহে হতে পারে ম্যাচ দুটি। ফিলিস্তিন খেলতে আসলেও বাফুফে পড়েছে মাঠসংকটে। ফেব্রুয়ারিতে কমলাপুর স্টেডিয়ামে নতুন করে বসানো হতে পারে কৃত্রিম টার্ফ। স্টেডিয়ামের মানহীন টার্ফে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেবে না ফিফা। সে ক্ষেত্রে মেয়েদের ম্যাচ আয়োজনে বাফুফের ভরসা বসুন্ধরার কিংস অ্যারেনা। ঢাকার বাইরে গিয়ে কোনো ম্যাচ খেলতে চায় না বাফুফে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত