Ajker Patrika

ফর্মের তুঙ্গে থাকা রাজা এখন সেরা তিনে 

আপডেট : ২৮ জুন ২০২৩, ১৭: ০৩
ফর্মের তুঙ্গে থাকা রাজা এখন সেরা তিনে 

সাদা বলের ক্রিকেটে সিকান্দার রাজার অলরাউন্ড পারফরম্যান্স দেখা যাচ্ছে গত কয়েক বছর। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের কাজ করছেন রাজা। দারুণ ছন্দে থাকার পুরস্কার হিসেবে আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।

জিম্বাবুয়েতে চলছে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব। এই বিশ্বকাপ বাছাইয়ে রাজা ১০৯ গড় ও ১৫৬.৮৩ স্ট্রাইকরেটে করেছেন ২০৮ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যৌথভাবে পঞ্চম তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনি। বোলিংয়ে ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে এখন জিম্বাবুইয়ের এই অলরাউন্ডার। এই র‍্যাঙ্কিংয়ে রাজার আগে আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী। আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন রাজা। 

রাজার মতো র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শন উইলিয়ামস। দশ ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন উইলিয়ামস। ১৩০ গড়ে দুই সেঞ্চুরিতে ৩৯০ রান করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত পরশু হারারেতে ১৭৪ রানের ইনিংসটিই ওয়ানডেতে এই বাঁহাতি ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। ২৯৪ রান করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান নিকোলাস পুরানের। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে এখন লঙ্কান এই লেগস্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত