নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
২ ঘণ্টা আগে