নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
দুপুরে ইন্ডিয়া গেটের কাছে দিল্লির শাহি মসজিদে জুমার নামাজ শেষে দেখা গেল, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে মাস্ক। করোনার সংক্রমণ এখন আর নেই বললেই চলে। বিশ্বকাপের অন্য ভেন্যুগুলোতেও সেভাবে কারও মুখে মাস্ক দেখা যায়নি। দিল্লিতে হঠাৎ কী হলো?
জানা গেল, দিল্লির বায়ুদূষণ থেকে নিজেদের সুস্থ রাখতেই মুখে মাস্ক সাকিব-মাহমুদউল্লাহদের। আজ সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। সকালে হুট করে সেটি বাতিল করা হয় । বাতিলের কারণ, দিল্লির বায়ুদূষণ। বাতাসের মান খারাপ হওয়ায় এরই মধ্যে ক্রিকেটারদের কেউ কেউ কাশিতেও নাকি আক্রান্ত হয়েছেন।
পরশু শ্রীলঙ্কার ম্যাচের আগে শরীর খারাপ যেন না হয়, সেই সতর্কতা থেকে কাল শুধু অনুশীলনই বাতিল নয়, সবাইকে বাইরে গেলে মুখে মাস্কও পরে থাকতে বলা হয়েছে। সন্ধ্যায় সাংবাদিকদের বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘আজ অনুশীলন ছিল আমাদের, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়।’
কালও যদি বাতাসের মান ভালো না হয়, অগত্যা অনুশীলন করতে যেতেই হবে দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তখন আর উপায় থাকবে না। সুজন বললেন, ‘কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক। আজ অনুশীলন ছিল, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়। কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক।’
দুপুরে ইন্ডিয়া গেটের কাছে দিল্লির শাহি মসজিদে জুমার নামাজ শেষে দেখা গেল, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে মাস্ক। করোনার সংক্রমণ এখন আর নেই বললেই চলে। বিশ্বকাপের অন্য ভেন্যুগুলোতেও সেভাবে কারও মুখে মাস্ক দেখা যায়নি। দিল্লিতে হঠাৎ কী হলো?
জানা গেল, দিল্লির বায়ুদূষণ থেকে নিজেদের সুস্থ রাখতেই মুখে মাস্ক সাকিব-মাহমুদউল্লাহদের। আজ সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। সকালে হুট করে সেটি বাতিল করা হয় । বাতিলের কারণ, দিল্লির বায়ুদূষণ। বাতাসের মান খারাপ হওয়ায় এরই মধ্যে ক্রিকেটারদের কেউ কেউ কাশিতেও নাকি আক্রান্ত হয়েছেন।
পরশু শ্রীলঙ্কার ম্যাচের আগে শরীর খারাপ যেন না হয়, সেই সতর্কতা থেকে কাল শুধু অনুশীলনই বাতিল নয়, সবাইকে বাইরে গেলে মুখে মাস্কও পরে থাকতে বলা হয়েছে। সন্ধ্যায় সাংবাদিকদের বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘আজ অনুশীলন ছিল আমাদের, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়।’
কালও যদি বাতাসের মান ভালো না হয়, অগত্যা অনুশীলন করতে যেতেই হবে দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তখন আর উপায় থাকবে না। সুজন বললেন, ‘কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক। আজ অনুশীলন ছিল, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়। কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক।’
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
২ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৩ ঘণ্টা আগে