Ajker Patrika

তিন ফিফটিতে ২৪৬ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৬: ৫১
তিন ফিফটিতে ২৪৬ করল বাংলাদেশ

দুই ওপেনারকে ১৭ রানে হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় সে চাপ ভালো সামলিয়ে উঠেছিল তারা। শান্ত, মুশফিক ও সাকিবের ফিফটিতে বড় স্কোরেরই ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু লোয়ার মিডল অর্ডারদের ব্যর্থতায় সেটি আর সম্ভব হয়নি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৪৮.৫ ওভারে অলআউট হয়ে গেছে স্বাগতিকেরা।

চট্টগ্রামের নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ৪০৯ রান করেছিল ভারত।  ২৪৭ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং অর্ডারের কেমন পরীক্ষা বাংলাদেশ নিতে পারে, সেটি এখন দেখার অপেক্ষায়।

শুরুতেই দুই ওপেনারের উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ৯৮ রানের জুটিতে সেই চাপ সামলে ওঠে বাংলাদেশ। দুজনেই তুলে নেন ফিফটি। তবে ৭১ বলে ৫৩ রানের কার্যকরী এক ইনিংস খেলে রান আউট হন শান্ত। মাঝে বোলিংয়ে এসে আদিল রশিদ তুলে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট।   ৯৩ বলে ৭০ রান আসে মুশফিকের ব্যাট থেকে। যখন রানের গতি বাড়ানোর প্রয়োজন, তখন নেমে রিয়াদ ৮, মেহেদী হাসান মিরাজ ৫ ও আফিফ হোসেন ১৫ রান করে ড্রেসিং রুমে ফেরেন।

পাঁচে নেমে সাকিব চালিয়ে যান লড়াই। ৪৯ ওভারে আউট হওয়া সাকিব ৭১ বলে করেছেন ৭৫ রান। ওয়ানডেতে নিজের ৫২তম ফিফটি করতে মেরেছেন ৭টি চার।

এই ম্যাচেও হতাশ করল বাংলাদেশের ওপেনিং জুটি। লিটন দাস ও তামিম ইকবালের জুটি থেকে আসল ১ রান! রানের খাতা খোলার আগেই জস বাটলারকে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও লিটনকে শিকার বানালেন স্যাম কারান। এই ইংলিশ পেসার খেলছেন দুই ম্যাচে, আর লিটনও দুবার আউট হলেন নামের পাশে রান সংখ্যা লেখানোর আগেই।

তৃতীয় ওয়ানডেতে ৬ বলে ১১ রান করে আউট হয়েছেন তামিমও। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে এসেছিল ৩৫ রান। এই সিরিজে প্রথম ওয়ানডেতেই সর্বোচ্চ ৩৩ রানের ওপেনিং জুটি পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে লিটন করেছিলেন ৭ রান আর তামিমের ব্যাট থেকে আসে ২৩ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত