নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। চুক্তি নবায়ন না হলেও দায়িত্ব পালন করে যাচ্ছেন তাঁরা।
এর মধ্যে নির্বাচক পদে নতুন করে অনেকের নামও শোনা যাচ্ছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নান্নু, সুমন ও আব্দুর রাজ্জাক—এই নির্বাচক প্যানেলই দায়িত্ব চালিয়ে যাবেন, এমন গুঞ্জনও রয়েছে। তবে সেটি উড়িয়ে দিয়েছেন নান্নু।
রাজ্জাক যেহেতু পরে নির্বাচক পদে নিয়োগ পেয়েছেন, তাই এখনো এক বছর এ পদে বহাল থাকবেন তিনি। আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠানে নান্নু জানিয়েছেন, বিসিবি পরিচালনা পর্ষদের আগামী সভায় চূড়ান্ত হতে পারে তাঁদের ভবিষ্যৎ। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমরা কোনো আপডেট দিতে পারব না। আমাদের বোর্ড থেকে যেটা বলা হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে—এখন চালিয়ে যেতে। আগামী বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত কোনো কিছুই আমরা বলতে পারব না।’
পরিচালনা পর্ষদের মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় নান্নু ও সুমন। তবে এর আগেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বোর্ডের সিদ্ধান্তে দায়িত্ব পালন করেছিলেন তাঁরা। সেই স্মরণ করিয়ে দিয়ে নান্নু বলেন, ‘এমনি আমাদের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এর আগেও মেয়াদ শেষের পরে আমরা কাজ করে গিয়েছিলাম, সেভাবেই কাজ করে যাচ্ছি। বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে, তখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’
এখন নান্নুর নির্বাচক প্যানেল অপেক্ষায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবারের টুর্নামেন্ট রোমাঞ্চকর হবে বলে আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক, ‘বিপিএলের গত আসরে তিন ভেন্যুতেই উইকেট ভালো ছিল। অনেক রান হয়েছে। আমরা চাই উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক। মাঠের দায়িত্বে যারা আছেন তারা প্রাণপণ চেষ্টা করেন। এবারও ভালো উইকেট হবে। আমরা আগে বিপিএলটা দেখতে চাই। এই বছর অনেক ম্যাচ আছে। ব্যাকআপ খেলোয়াড় দরকার। বিপিএলের বাইরেও বেশ কিছু সিরিজ রয়েছে। সব মিলে এসব জায়গায় ক্রিকেটারদের দেখার সুযোগ রয়েছে।’
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। চুক্তি নবায়ন না হলেও দায়িত্ব পালন করে যাচ্ছেন তাঁরা।
এর মধ্যে নির্বাচক পদে নতুন করে অনেকের নামও শোনা যাচ্ছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নান্নু, সুমন ও আব্দুর রাজ্জাক—এই নির্বাচক প্যানেলই দায়িত্ব চালিয়ে যাবেন, এমন গুঞ্জনও রয়েছে। তবে সেটি উড়িয়ে দিয়েছেন নান্নু।
রাজ্জাক যেহেতু পরে নির্বাচক পদে নিয়োগ পেয়েছেন, তাই এখনো এক বছর এ পদে বহাল থাকবেন তিনি। আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠানে নান্নু জানিয়েছেন, বিসিবি পরিচালনা পর্ষদের আগামী সভায় চূড়ান্ত হতে পারে তাঁদের ভবিষ্যৎ। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমরা কোনো আপডেট দিতে পারব না। আমাদের বোর্ড থেকে যেটা বলা হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে—এখন চালিয়ে যেতে। আগামী বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত কোনো কিছুই আমরা বলতে পারব না।’
পরিচালনা পর্ষদের মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় নান্নু ও সুমন। তবে এর আগেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বোর্ডের সিদ্ধান্তে দায়িত্ব পালন করেছিলেন তাঁরা। সেই স্মরণ করিয়ে দিয়ে নান্নু বলেন, ‘এমনি আমাদের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এর আগেও মেয়াদ শেষের পরে আমরা কাজ করে গিয়েছিলাম, সেভাবেই কাজ করে যাচ্ছি। বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে, তখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’
এখন নান্নুর নির্বাচক প্যানেল অপেক্ষায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবারের টুর্নামেন্ট রোমাঞ্চকর হবে বলে আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক, ‘বিপিএলের গত আসরে তিন ভেন্যুতেই উইকেট ভালো ছিল। অনেক রান হয়েছে। আমরা চাই উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক। মাঠের দায়িত্বে যারা আছেন তারা প্রাণপণ চেষ্টা করেন। এবারও ভালো উইকেট হবে। আমরা আগে বিপিএলটা দেখতে চাই। এই বছর অনেক ম্যাচ আছে। ব্যাকআপ খেলোয়াড় দরকার। বিপিএলের বাইরেও বেশ কিছু সিরিজ রয়েছে। সব মিলে এসব জায়গায় ক্রিকেটারদের দেখার সুযোগ রয়েছে।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৫ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৫ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৮ ঘণ্টা আগে