টানা ৫ ম্যাচ হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাট কোহলির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দারুণ ব্যাটিং করলেও দলের ভাগ্যে পরিবর্তন করতে পারছেন না।
এমন কঠিন সময়েই আবার রিংকু সিং এসেছেন কোহলির কাছে এক আবদার নিয়ে। ভারতীয় কিংবদন্তির কাছে আরেকটি ব্যাট চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কোহলির উপহার দেওয়া ব্যাট ভেঙে যাওয়ায় আজকে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এমনই আবদার নিয়ে এসেছেন তিনি।
কোহলি-রিংকুর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন ব্যাপক ভাইরাল। দুজনের কথোপকথনের শুরুটা এভাবে করেন রিংকু, ‘স্পিনারের বিপক্ষে খেলার সময় ব্যাটটা (কোহলির উপহার দেওয়া ব্যাটা) ভেঙে গেছে। উত্তরে কোহলি বলেন, ‘আমার ব্যাট? স্পিনারের বিপক্ষে ভেঙেছ? কোথায় ভেঙেছে? রিংকুর উত্তর, ‘এই (ব্যাটের নিচের দিকটায়) জায়গায় ভেঙেছে।’ দেখার পর কোহলি জানতে চান, ‘এখন আমার কী করা উচিত? কলকাতার বাঁহাতি ব্যাটার বলেন, ‘কিছুই করতে হবে না। আমি শুধু তোমাকে তথ্যটা জানাতে এসেছি।’ রান মেশিন খ্যাত ব্যাটার প্রতি উত্তরে বলেন, ‘কোনো সমস্যা নাই। জানিয়ে ভালো করেছিস। তবে তথ্য জানার আমার কোনো প্রয়োজন ছিল না।’
আরেকটি ব্যাট চাওয়ার জন্যই এমন অভিনয় করছিলেন রিংকু। শুরুতে আকার-ইঙ্গিতে বলার চেষ্টা করা কলকাতার ফিনিশার শেষে সরাসরিই বলে দেন। বলার আগে অবশ্য আরেকটু গল্পটাকে সাজিয়ে নেন ২৬ বছর বয়সী ব্যাটার। কোহলির দুটি নতুন ব্যাট হাতে নিয়ে নক করতে থাকেন তিনি। এই দেখে কোহলি বলেন, ‘ব্যাটটা ভালো ছিল না।’ ৩৫ বছর বয়সী তারকার কথা শোনার পর রিংকু জানতে চান, ‘যে ব্যাটটা দিয়েছিলে?’ কোহলির পাল্টা প্রশ্ন, ‘কাকে পাঠিয়েছি?’ এরপর রিংকু নক করা দুটি ব্যাট কোহলিকে দিয়ে বলেন, ‘তুমি রেখে দাও।’
কোহলি এর পরেই দ্বিতীয়বার ব্যাট চাওয়ার প্রশ্নের উত্তর দেন, ‘তুমি আমার কাছ থেকে আগে একটা ব্যাট নিয়েছ। দ্বিতীয় ম্যাচে আবার একটা ব্যাট চাইছ। এটা দিয়েই আবার কিছুক্ষণ পর আমার বিপক্ষে লড়তে চাও।’ জাতীয় দলের সতীর্থের এমন মন্তব্য শোনার পর রিংকু প্রতিজ্ঞা করে বলেন, ‘তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এবার আর ব্যাট ভাঙবে না। ভাঙা ব্যাট কি দেখাতে পারি?’
গত ২৯ মার্চ বেঙ্গালুরু-কলকাতার ম্যাচ শেষে রিংকুকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। সেদিন নিজেদের মাঠে ৭ উইকেটে হেরেছিলেন কোহলিরা। আজ দ্বিতীয়বারের দেখায় নিশ্চয়ই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন তাঁরা। এতে প্রতিশোধ নেওয়ার সঙ্গে টুর্নামেন্টে টিকে যাওয়ার শেষ সম্ভাবনাটুকু থাকবে তাঁদের। ৭ ম্যাচে ২ পয়েন্টে তলানিতে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।
টানা ৫ ম্যাচ হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাট কোহলির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দারুণ ব্যাটিং করলেও দলের ভাগ্যে পরিবর্তন করতে পারছেন না।
এমন কঠিন সময়েই আবার রিংকু সিং এসেছেন কোহলির কাছে এক আবদার নিয়ে। ভারতীয় কিংবদন্তির কাছে আরেকটি ব্যাট চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কোহলির উপহার দেওয়া ব্যাট ভেঙে যাওয়ায় আজকে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এমনই আবদার নিয়ে এসেছেন তিনি।
কোহলি-রিংকুর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন ব্যাপক ভাইরাল। দুজনের কথোপকথনের শুরুটা এভাবে করেন রিংকু, ‘স্পিনারের বিপক্ষে খেলার সময় ব্যাটটা (কোহলির উপহার দেওয়া ব্যাটা) ভেঙে গেছে। উত্তরে কোহলি বলেন, ‘আমার ব্যাট? স্পিনারের বিপক্ষে ভেঙেছ? কোথায় ভেঙেছে? রিংকুর উত্তর, ‘এই (ব্যাটের নিচের দিকটায়) জায়গায় ভেঙেছে।’ দেখার পর কোহলি জানতে চান, ‘এখন আমার কী করা উচিত? কলকাতার বাঁহাতি ব্যাটার বলেন, ‘কিছুই করতে হবে না। আমি শুধু তোমাকে তথ্যটা জানাতে এসেছি।’ রান মেশিন খ্যাত ব্যাটার প্রতি উত্তরে বলেন, ‘কোনো সমস্যা নাই। জানিয়ে ভালো করেছিস। তবে তথ্য জানার আমার কোনো প্রয়োজন ছিল না।’
আরেকটি ব্যাট চাওয়ার জন্যই এমন অভিনয় করছিলেন রিংকু। শুরুতে আকার-ইঙ্গিতে বলার চেষ্টা করা কলকাতার ফিনিশার শেষে সরাসরিই বলে দেন। বলার আগে অবশ্য আরেকটু গল্পটাকে সাজিয়ে নেন ২৬ বছর বয়সী ব্যাটার। কোহলির দুটি নতুন ব্যাট হাতে নিয়ে নক করতে থাকেন তিনি। এই দেখে কোহলি বলেন, ‘ব্যাটটা ভালো ছিল না।’ ৩৫ বছর বয়সী তারকার কথা শোনার পর রিংকু জানতে চান, ‘যে ব্যাটটা দিয়েছিলে?’ কোহলির পাল্টা প্রশ্ন, ‘কাকে পাঠিয়েছি?’ এরপর রিংকু নক করা দুটি ব্যাট কোহলিকে দিয়ে বলেন, ‘তুমি রেখে দাও।’
কোহলি এর পরেই দ্বিতীয়বার ব্যাট চাওয়ার প্রশ্নের উত্তর দেন, ‘তুমি আমার কাছ থেকে আগে একটা ব্যাট নিয়েছ। দ্বিতীয় ম্যাচে আবার একটা ব্যাট চাইছ। এটা দিয়েই আবার কিছুক্ষণ পর আমার বিপক্ষে লড়তে চাও।’ জাতীয় দলের সতীর্থের এমন মন্তব্য শোনার পর রিংকু প্রতিজ্ঞা করে বলেন, ‘তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এবার আর ব্যাট ভাঙবে না। ভাঙা ব্যাট কি দেখাতে পারি?’
গত ২৯ মার্চ বেঙ্গালুরু-কলকাতার ম্যাচ শেষে রিংকুকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। সেদিন নিজেদের মাঠে ৭ উইকেটে হেরেছিলেন কোহলিরা। আজ দ্বিতীয়বারের দেখায় নিশ্চয়ই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন তাঁরা। এতে প্রতিশোধ নেওয়ার সঙ্গে টুর্নামেন্টে টিকে যাওয়ার শেষ সম্ভাবনাটুকু থাকবে তাঁদের। ৭ ম্যাচে ২ পয়েন্টে তলানিতে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৬ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৭ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৭ ঘণ্টা আগে