নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
বিপিএলে হার দিয়ে শুরুটা হলেও এখন দুর্দান্ত গতিতে ছুটছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে দলটি। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে আজ ১৩ রানে জিতেছে বরিশাল। অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করা ঢাকা টানা পাঁচ ম্যাচে হেরেছে।
প্রতি ম্যাচেই ঢাকা ডমিনেটরসের মাথা ব্যথার নাম টপ অর্ডার। তবু নাসির হোসেনের বিশ্বাস ছিল, তাঁরা ঘুরে দাঁড়াবেন। তবে গতকালও ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেনি ঢাকার টপ অর্ডার। ৫৯ রানে নেই হয়ে গিয়েছিল ৩ উইকেট।
এখান থেকে আরেকবার নাসিরের কাঁধে দলকে টেনে তোলার ভার বর্তে। এক পাশে ঢাকার অধিনায়ককে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ মিঠুন। দুজনের দারুণ জুটি ঢাকাকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। তবে ১৯ তম ওভারের তৃতীয় বলে করিম জানাতের বলে মিঠুন আউট হলে ফরচুন বরিশালের ১৭৪ রানের লক্ষ্য ছোঁয়া হয়নি ঢাকার। দুজনের জুটির রান ৮৯। ৪৭ রান করেন মিঠুন, ৫৪ রানে অপরাজিত থাকেন নাসির। এতে করে চট্টগ্রাম পর্বে চার ম্যাচের চারটিতেই জিতল বরিশাল।
ফরচুন বরিশালের মিডল অর্ডারে ফাটল ধরানো চ্যালেঞ্জই হয়ে উঠেছে। কেউ না কেউ ম্যাচের যেকোনো মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছেন। পরশু সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ। গতকাল সাকিবের ইনিংস শেষ হয়েছে ৩০ রানে। তবে ঠিকই দাঁড়িয়ে গেলেন ইফতিখার। এবার তাঁর সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। ৮৯ রানে ৫ উইকেট হারায় বরিশাল। ১৭ রানে ২ উইকেটের পর ৬৩ রানের মধ্যে আরও দুই উইকেট তুলে নেয় ঢাকা।
প্রথম দুই উইকেটে বোলারের চেয়ে তাসকিন আহমেদের কৃতিত্ব বেশি। ৯ বলের ব্যবধানে দুটো দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। পরের ২ উইকেটই নাসির হোসেনের। ব্যাটিংয়ে তো দলকে টানছেন, বোলিংয়েও নাসির দলের ত্রাণকর্তা। সাকিবকে বোল্ড করে ফেরান মুক্তার আলী। এরপর বরিশাল স্কোরবোর্ডে যোগ করে আরও ৮৪ রান। ইফতিখার ও মাহমুদউল্লাহর ষষ্ঠ উইকেট জুটি থেকে এসেছে এই রান। ৫ চার ও ২ ছক্কার ইনিংসে তাঁর রান ৫৬। মাহমুদউল্লাহর বলে-রানে প্রায় সমান ৩৫ রানের ইনিংস খেলেন।
বিপিএলে হার দিয়ে শুরুটা হলেও এখন দুর্দান্ত গতিতে ছুটছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে দলটি। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে আজ ১৩ রানে জিতেছে বরিশাল। অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করা ঢাকা টানা পাঁচ ম্যাচে হেরেছে।
প্রতি ম্যাচেই ঢাকা ডমিনেটরসের মাথা ব্যথার নাম টপ অর্ডার। তবু নাসির হোসেনের বিশ্বাস ছিল, তাঁরা ঘুরে দাঁড়াবেন। তবে গতকালও ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেনি ঢাকার টপ অর্ডার। ৫৯ রানে নেই হয়ে গিয়েছিল ৩ উইকেট।
এখান থেকে আরেকবার নাসিরের কাঁধে দলকে টেনে তোলার ভার বর্তে। এক পাশে ঢাকার অধিনায়ককে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ মিঠুন। দুজনের দারুণ জুটি ঢাকাকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। তবে ১৯ তম ওভারের তৃতীয় বলে করিম জানাতের বলে মিঠুন আউট হলে ফরচুন বরিশালের ১৭৪ রানের লক্ষ্য ছোঁয়া হয়নি ঢাকার। দুজনের জুটির রান ৮৯। ৪৭ রান করেন মিঠুন, ৫৪ রানে অপরাজিত থাকেন নাসির। এতে করে চট্টগ্রাম পর্বে চার ম্যাচের চারটিতেই জিতল বরিশাল।
ফরচুন বরিশালের মিডল অর্ডারে ফাটল ধরানো চ্যালেঞ্জই হয়ে উঠেছে। কেউ না কেউ ম্যাচের যেকোনো মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছেন। পরশু সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ। গতকাল সাকিবের ইনিংস শেষ হয়েছে ৩০ রানে। তবে ঠিকই দাঁড়িয়ে গেলেন ইফতিখার। এবার তাঁর সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। ৮৯ রানে ৫ উইকেট হারায় বরিশাল। ১৭ রানে ২ উইকেটের পর ৬৩ রানের মধ্যে আরও দুই উইকেট তুলে নেয় ঢাকা।
প্রথম দুই উইকেটে বোলারের চেয়ে তাসকিন আহমেদের কৃতিত্ব বেশি। ৯ বলের ব্যবধানে দুটো দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। পরের ২ উইকেটই নাসির হোসেনের। ব্যাটিংয়ে তো দলকে টানছেন, বোলিংয়েও নাসির দলের ত্রাণকর্তা। সাকিবকে বোল্ড করে ফেরান মুক্তার আলী। এরপর বরিশাল স্কোরবোর্ডে যোগ করে আরও ৮৪ রান। ইফতিখার ও মাহমুদউল্লাহর ষষ্ঠ উইকেট জুটি থেকে এসেছে এই রান। ৫ চার ও ২ ছক্কার ইনিংসে তাঁর রান ৫৬। মাহমুদউল্লাহর বলে-রানে প্রায় সমান ৩৫ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৪১ মিনিট আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
১ ঘণ্টা আগেসবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। গত মঙ্গলবার রিও ডি জেনিরোয় কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে ক্যালির বিপক্ষে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নেমে ১ হাজার ৩৯১ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ফ্যাবিও। তিনি ভেঙেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের ১৩৯০
২ ঘণ্টা আগেওয়ানডে অভিষেকটা প্রেনেলান সুব্রায়েনের জন্য ছিল মনে রাখার মতো। কেয়ার্নসে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি পেয়েছেন ১ উইকেট। প্রোটিয়ারাও জিতেছে ৯৮ রানের বিশাল ব্যবধানে। তবে এই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে