Ajker Patrika

এবার আরও বড় শাস্তি সোহানের, রউফকে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১১: ৪৯
এবার আরও বড় শাস্তি সোহানের, রউফকে সতর্কতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন নুরুল হাসান সোহান। জরিমানা গুনতে না হলেও রংপুর রাইডার্সের পাকিস্তানি পেসার হারিস রউফকে সতর্ক করা হয়েছে। এ নিয়ে এবারের বিপিএলে রংপুর অধিনায়ক সোহান দ্বিতীয়বার জরিমানা গুনলেন।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল বিসিবির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় সোহানের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গতকাল ঘটনাটি ঘটেছে সিলেটের ইনিংসের শেষ ওভারে। সিলেটের ব্যাটার রেজাউর রহমান রাজাকে প্রথম বলটি বাউন্সার দেন রংপুরের পেসার রবিউল হক।

রবিউল পরের বলটিও বাউন্সার দিলে আম্পায়ার নিয়ম অনুযায়ী ‘নো’ বল ডাকেন। এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না সোহান। তিনি লঙ্কান আম্পায়ার প্রাগিথ রামবুকভেলার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাঁর সঙ্গে যোগ দেন রউফও। আরেক আম্পায়ার গাজী সোহেল এসে পরিস্থিতি সামাল দেন। এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশসহ একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল সোহানের নামে।

সোহানের নামের সঙ্গে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আরেকটি হলেই এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন রংপুর অধিনায়ক। রউফের জরিমানা না হলেও তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। বিপিএলে রউফের এটিই প্রথম ডিমেরিট। আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী দুজনেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তোষ প্রকাশ করেন।

মাঠের দুই আম্পায়ার সোহেল ও রামবুকভেলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলী আরমান রাজন সোহান ও রউফের বিরুদ্ধে অভিযোগ আনেন। শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। দোষ স্বীকার করে সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত