Ajker Patrika

মোস্তাফিজদের কাছে হেরে কী বললেন কামিন্স

মোস্তাফিজদের কাছে হেরে কী বললেন কামিন্স

টস জিতে ফিল্ডিং, রান তাড়া করে ম্যাচ জয়—২০২৪ আইপিএলের বেশ পরিচিত দৃশ্য এটা। তবে সব সময় কি একই পরিকল্পনা কাজে দেবে? সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের সিদ্ধান্ত উল্টো বুমেরাং হয়ে ফিরেছে তাঁর দিকে। মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে গত রাতে বাজেভাবে হেরেছে হায়দরাবাদ। 

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই। রান তাড়া করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড বিস্ফোরক শুরু করেন। প্রথম ১০ বলে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ২১ রান। তবে তুষার দেশপান্ডের এক স্পেলেই ওলটপালট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দেশপান্ডে ফেরান হেড ও আনমোলপ্রীত সিংকে। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান অভিষেককে। ধীরে ধীরে রান তোলার গতি কমে যায় হায়দরাবাদের। ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় দলটি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘কোনো কিছুই আজ রাতে (গতকাল) পরিকল্পনা অনুযায়ী হয়নি। রান তাড়ায় আমরা ভালোই পারদর্শী। তবে সেটা কাজে দেয়নি। এখানে আমাদের কাজ করার আছে।’ 

রানবন্যায় ভেসে যাচ্ছে ২০২৪ আইপিএল। এখনো পর্যন্ত ৪৬ ম্যাচের ৯২ ইনিংস খেলা হয়েছে। ২০০ বা তার বেশি রান হয়েছে ২৯ ইনিংস। সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড হায়দরাবাদের হাত ধরে হয়েছে এবারের আইপিএলে। এমনকি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও হয়েছে এবার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জেতে পাঞ্জাব কিংস। হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক ব্যাটিং করছেন ২০০ এর বেশি স্ট্রাইকরেটে। কামিন্স বলেন, ‘টি-টোয়েন্টি সব সময়ই ব্যাটারদের পক্ষে থাকে। এবারের মৌসুমে (আইপিএল) সেটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যদি আমাদের আগ্রাসী ব্যাটার থাকে, তাহলে আমাদের দারুণ সুযোগ থাকবে। এটাই শিরোপা জয়ের উপায়।’ 

৭৮ রানের জয়ে পয়েন্ট তালিকায় এক লাফে ছয় থেকে তিনে উঠল চেন্নাই। ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত