টস জিতে ফিল্ডিং, রান তাড়া করে ম্যাচ জয়—২০২৪ আইপিএলের বেশ পরিচিত দৃশ্য এটা। তবে সব সময় কি একই পরিকল্পনা কাজে দেবে? সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের সিদ্ধান্ত উল্টো বুমেরাং হয়ে ফিরেছে তাঁর দিকে। মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে গত রাতে বাজেভাবে হেরেছে হায়দরাবাদ।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই। রান তাড়া করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড বিস্ফোরক শুরু করেন। প্রথম ১০ বলে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ২১ রান। তবে তুষার দেশপান্ডের এক স্পেলেই ওলটপালট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দেশপান্ডে ফেরান হেড ও আনমোলপ্রীত সিংকে। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান অভিষেককে। ধীরে ধীরে রান তোলার গতি কমে যায় হায়দরাবাদের। ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘কোনো কিছুই আজ রাতে (গতকাল) পরিকল্পনা অনুযায়ী হয়নি। রান তাড়ায় আমরা ভালোই পারদর্শী। তবে সেটা কাজে দেয়নি। এখানে আমাদের কাজ করার আছে।’
রানবন্যায় ভেসে যাচ্ছে ২০২৪ আইপিএল। এখনো পর্যন্ত ৪৬ ম্যাচের ৯২ ইনিংস খেলা হয়েছে। ২০০ বা তার বেশি রান হয়েছে ২৯ ইনিংস। সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড হায়দরাবাদের হাত ধরে হয়েছে এবারের আইপিএলে। এমনকি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও হয়েছে এবার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জেতে পাঞ্জাব কিংস। হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক ব্যাটিং করছেন ২০০ এর বেশি স্ট্রাইকরেটে। কামিন্স বলেন, ‘টি-টোয়েন্টি সব সময়ই ব্যাটারদের পক্ষে থাকে। এবারের মৌসুমে (আইপিএল) সেটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যদি আমাদের আগ্রাসী ব্যাটার থাকে, তাহলে আমাদের দারুণ সুযোগ থাকবে। এটাই শিরোপা জয়ের উপায়।’
৭৮ রানের জয়ে পয়েন্ট তালিকায় এক লাফে ছয় থেকে তিনে উঠল চেন্নাই। ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন:
টস জিতে ফিল্ডিং, রান তাড়া করে ম্যাচ জয়—২০২৪ আইপিএলের বেশ পরিচিত দৃশ্য এটা। তবে সব সময় কি একই পরিকল্পনা কাজে দেবে? সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের সিদ্ধান্ত উল্টো বুমেরাং হয়ে ফিরেছে তাঁর দিকে। মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে গত রাতে বাজেভাবে হেরেছে হায়দরাবাদ।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই। রান তাড়া করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড বিস্ফোরক শুরু করেন। প্রথম ১০ বলে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ২১ রান। তবে তুষার দেশপান্ডের এক স্পেলেই ওলটপালট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দেশপান্ডে ফেরান হেড ও আনমোলপ্রীত সিংকে। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান অভিষেককে। ধীরে ধীরে রান তোলার গতি কমে যায় হায়দরাবাদের। ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘কোনো কিছুই আজ রাতে (গতকাল) পরিকল্পনা অনুযায়ী হয়নি। রান তাড়ায় আমরা ভালোই পারদর্শী। তবে সেটা কাজে দেয়নি। এখানে আমাদের কাজ করার আছে।’
রানবন্যায় ভেসে যাচ্ছে ২০২৪ আইপিএল। এখনো পর্যন্ত ৪৬ ম্যাচের ৯২ ইনিংস খেলা হয়েছে। ২০০ বা তার বেশি রান হয়েছে ২৯ ইনিংস। সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড হায়দরাবাদের হাত ধরে হয়েছে এবারের আইপিএলে। এমনকি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও হয়েছে এবার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জেতে পাঞ্জাব কিংস। হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক ব্যাটিং করছেন ২০০ এর বেশি স্ট্রাইকরেটে। কামিন্স বলেন, ‘টি-টোয়েন্টি সব সময়ই ব্যাটারদের পক্ষে থাকে। এবারের মৌসুমে (আইপিএল) সেটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যদি আমাদের আগ্রাসী ব্যাটার থাকে, তাহলে আমাদের দারুণ সুযোগ থাকবে। এটাই শিরোপা জয়ের উপায়।’
৭৮ রানের জয়ে পয়েন্ট তালিকায় এক লাফে ছয় থেকে তিনে উঠল চেন্নাই। ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন:
সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
১ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৪ ঘণ্টা আগে