Ajker Patrika

জ্যোতিদের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপজয়ী লঙ্কান ক্রিকেটার

জ্যোতিদের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপজয়ী লঙ্কান ক্রিকেটার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন হাসান তিলকারত্নে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। নভেম্বর থেকে নিগার সুলতানা জ্যোতি ও সালমা খাতুনদের সঙ্গে কাজ শুরু করবেন শ্রীলঙ্কার এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী গণমাধ্যমকে তিলকারত্নের কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই নারী দলের কোচ খুঁজছিলাম। অবশেষে পেয়েও গেলাম। হাসান কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবেন।’

ক’দিন আগে বাংলাদেশে হওয়া নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কোচ হিসেবে এসেছিলেন তিলকারত্নে। এবারের নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। শ্রীলঙ্কা হয় রানার-আপ। তখনই বাংলাদেশ নারী দলের কোচ হওয়ার ব্যাপারে বিসিবি কর্তাদের সঙ্গে আলাপ হয় তিলকারত্নের। এর আগে শ্রীলঙ্কার ছেলেদের ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই সাবেক ক্রিকেটারের। 

ক্যারিয়ারে ৮৩টি টেস্ট খেলেছেন তিলকারত্নে। ৪২.৮৭ গড়ে করেছেন ৪৫৪৫ রান। ১১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২০ ফিফটি। আর ২০০ ওয়ানডেতে করেছেন ৩৭৮৯ রান। এই সংস্করণে করেছেন ২ সেঞ্চুরি ও ১৩ ফিফটি। লাহোরে অস্টেলিয়ার বিপক্ষে ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালের একাদশে ছিলেন তিলকারত্নে। সেই ম্যাচে অবশ্য ব্যাটিং করার সুযোগ মেলেনি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত