‘লো স্কোরিং থ্রিলারে’ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল ৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিততে জিততেও হৃদয়বিদারক পরাজয়ের গল্প লিখল বাংলাদেশ। অনেকের মতো তাওহিদ হৃদয়ও কাঠগড়ায় তুলেছেন ম্যাচের আম্পায়ারিংকে।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন ৪ পেলেন না—নিউইয়র্কে গত রাতের ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে ৪ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হৃদয়, ‘সত্যি বলতে এটা ভালো সিদ্ধান্ত ছিল না। ম্যাচটা কঠিন ছিল। আম্পায়ার দিলেন আউট। এটা মেনে নেওয়া কঠিন। ম্যাচের দৃশ্য বদলে দিত ওই ৪ রান। আর কিছু বলা ঠিক হবে না।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। তাঁর মতে, আম্পায়ারিং আরও ভালো হওয়া উচিত। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আম্পায়ারও মানুষ। ভুল হতেই পারে। তবে আরও দু-একটা ওয়াইড দেওয়া হয়নি। লো স্কোরিং ম্যাচ হচ্ছে এমন ভেন্যুতে। তখন ১-২ রান অনেক বড় ব্যাপার। ওই ৪ রান বা ওয়াইডগুলো খুব কাছাকাছি ছিল। আমার আউটও ছিল আম্পায়ার্স কল। এসব জায়গায় উন্নতি করা দরকার। আইসিসির নিয়মে তো আমাদের হাত নেই।’
আরও পড়ুন–
‘লো স্কোরিং থ্রিলারে’ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল ৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিততে জিততেও হৃদয়বিদারক পরাজয়ের গল্প লিখল বাংলাদেশ। অনেকের মতো তাওহিদ হৃদয়ও কাঠগড়ায় তুলেছেন ম্যাচের আম্পায়ারিংকে।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন ৪ পেলেন না—নিউইয়র্কে গত রাতের ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে ৪ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হৃদয়, ‘সত্যি বলতে এটা ভালো সিদ্ধান্ত ছিল না। ম্যাচটা কঠিন ছিল। আম্পায়ার দিলেন আউট। এটা মেনে নেওয়া কঠিন। ম্যাচের দৃশ্য বদলে দিত ওই ৪ রান। আর কিছু বলা ঠিক হবে না।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। তাঁর মতে, আম্পায়ারিং আরও ভালো হওয়া উচিত। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আম্পায়ারও মানুষ। ভুল হতেই পারে। তবে আরও দু-একটা ওয়াইড দেওয়া হয়নি। লো স্কোরিং ম্যাচ হচ্ছে এমন ভেন্যুতে। তখন ১-২ রান অনেক বড় ব্যাপার। ওই ৪ রান বা ওয়াইডগুলো খুব কাছাকাছি ছিল। আমার আউটও ছিল আম্পায়ার্স কল। এসব জায়গায় উন্নতি করা দরকার। আইসিসির নিয়মে তো আমাদের হাত নেই।’
আরও পড়ুন–
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৭ ঘণ্টা আগে