‘লো স্কোরিং থ্রিলারে’ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল ৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিততে জিততেও হৃদয়বিদারক পরাজয়ের গল্প লিখল বাংলাদেশ। অনেকের মতো তাওহিদ হৃদয়ও কাঠগড়ায় তুলেছেন ম্যাচের আম্পায়ারিংকে।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন ৪ পেলেন না—নিউইয়র্কে গত রাতের ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে ৪ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হৃদয়, ‘সত্যি বলতে এটা ভালো সিদ্ধান্ত ছিল না। ম্যাচটা কঠিন ছিল। আম্পায়ার দিলেন আউট। এটা মেনে নেওয়া কঠিন। ম্যাচের দৃশ্য বদলে দিত ওই ৪ রান। আর কিছু বলা ঠিক হবে না।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। তাঁর মতে, আম্পায়ারিং আরও ভালো হওয়া উচিত। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আম্পায়ারও মানুষ। ভুল হতেই পারে। তবে আরও দু-একটা ওয়াইড দেওয়া হয়নি। লো স্কোরিং ম্যাচ হচ্ছে এমন ভেন্যুতে। তখন ১-২ রান অনেক বড় ব্যাপার। ওই ৪ রান বা ওয়াইডগুলো খুব কাছাকাছি ছিল। আমার আউটও ছিল আম্পায়ার্স কল। এসব জায়গায় উন্নতি করা দরকার। আইসিসির নিয়মে তো আমাদের হাত নেই।’
আরও পড়ুন–
‘লো স্কোরিং থ্রিলারে’ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল ৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিততে জিততেও হৃদয়বিদারক পরাজয়ের গল্প লিখল বাংলাদেশ। অনেকের মতো তাওহিদ হৃদয়ও কাঠগড়ায় তুলেছেন ম্যাচের আম্পায়ারিংকে।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন ৪ পেলেন না—নিউইয়র্কে গত রাতের ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে ৪ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হৃদয়, ‘সত্যি বলতে এটা ভালো সিদ্ধান্ত ছিল না। ম্যাচটা কঠিন ছিল। আম্পায়ার দিলেন আউট। এটা মেনে নেওয়া কঠিন। ম্যাচের দৃশ্য বদলে দিত ওই ৪ রান। আর কিছু বলা ঠিক হবে না।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। তাঁর মতে, আম্পায়ারিং আরও ভালো হওয়া উচিত। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আম্পায়ারও মানুষ। ভুল হতেই পারে। তবে আরও দু-একটা ওয়াইড দেওয়া হয়নি। লো স্কোরিং ম্যাচ হচ্ছে এমন ভেন্যুতে। তখন ১-২ রান অনেক বড় ব্যাপার। ওই ৪ রান বা ওয়াইডগুলো খুব কাছাকাছি ছিল। আমার আউটও ছিল আম্পায়ার্স কল। এসব জায়গায় উন্নতি করা দরকার। আইসিসির নিয়মে তো আমাদের হাত নেই।’
আরও পড়ুন–
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১২ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৫ ঘণ্টা আগে