ক্রীড়া ডেস্ক
সামাজিকমাধ্যমে গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে বিরাট কোহলির অসংখ্য ছবি। কারণটা আর অন্য কিছুই নয়। কিং কোহলি আজ ৩৬ বছর পূর্ণ করেছেন। ভক্ত-সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ভারতীয় তারকা ব্যাটারের জন্মদিন উপলক্ষ্যে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
৩৬তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কোহলিকে কিংবদন্তি তকমা দিয়েছেন শান্ত। বাংলাদেশ সময় আজ বেলা ১২টা ৩৮ মিনিটে কোহলির সঙ্গে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বের সেরাকে জন্মদিনের শুভেচ্ছা। দিনটা আপনার ভালো কাটুক কিংবদন্তি বিরাট কোহলি।’ ক্যাপশনের শেষে জন্মদিনের কেকের ইমোজি দিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শান্তকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপও করেছেন। কারও মতে, কোহলির জন্মদিনের পোস্ট দেওয়াতে শান্ত বিশ্বসেরা হবেন। কেউ তো এটাও বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে শান্ত ডাবল সেঞ্চুরি করবে’। কেউ আবার বুঝিয়ে দিয়েছেন, লাভ রিঅ্যাক্ট দেওয়া শুধু কোহলির জন্যই। শান্তর জন্য নয়। একারণে ২ ঘণ্টার মধ্যে হাহা রিঅ্যাকশন ৫ হাজার ছাড়িয়ে গেছে।
বছর দুয়েক ধরে বিশ্রামে থাকলে কোহলিকে দেখা যেত স্ত্রী আনুশকা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে যেতে। ভারতীয় তারকা ব্যাটার এবার আর লন্ডনে যাননি। ৩৬তম জন্মদিনটা কোহলি পালন করেছেন ভারতে নিজের রেস্তোরাঁ ওয়ান৮ কমিউনে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কোহলি ও স্ত্রী আনুশকা হাস্যোজ্জ্বলভাবে রেস্তোরাঁর বিশেষ এক জায়গায় ছবির জন্য পোজ দিচ্ছেন। ছবি তোলার পর কোহলি-আনুশকা চলে গেছেন অন্যদিকে। ভিডিওর নিচে অনেক ভক্ত-সমর্থকেরা কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কেউ আবার ভারত লিখে ক্রস চিহ্ন দিয়েছেন। হয়তো সেই ভক্ত কদিন আগে নিউজিল্যান্ডের কাছে ভারতের টেস্টে ভরাডুবি হওয়ার ব্যাপারটা হজম করতে পারছেন না। তাছাড়া সেই সিরিজে কোহলি নিজেও ছিলেন ব্যর্থ। কিউইদের বিপক্ষে তিন টেস্টের ৬ ইনিংসে ১৫.৫ গড়ে করেছেন ৯৩ রান। যার মধ্যে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই করেছেন ৭০ রান।
সামাজিকমাধ্যমে গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে বিরাট কোহলির অসংখ্য ছবি। কারণটা আর অন্য কিছুই নয়। কিং কোহলি আজ ৩৬ বছর পূর্ণ করেছেন। ভক্ত-সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ভারতীয় তারকা ব্যাটারের জন্মদিন উপলক্ষ্যে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
৩৬তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কোহলিকে কিংবদন্তি তকমা দিয়েছেন শান্ত। বাংলাদেশ সময় আজ বেলা ১২টা ৩৮ মিনিটে কোহলির সঙ্গে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বের সেরাকে জন্মদিনের শুভেচ্ছা। দিনটা আপনার ভালো কাটুক কিংবদন্তি বিরাট কোহলি।’ ক্যাপশনের শেষে জন্মদিনের কেকের ইমোজি দিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শান্তকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপও করেছেন। কারও মতে, কোহলির জন্মদিনের পোস্ট দেওয়াতে শান্ত বিশ্বসেরা হবেন। কেউ তো এটাও বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে শান্ত ডাবল সেঞ্চুরি করবে’। কেউ আবার বুঝিয়ে দিয়েছেন, লাভ রিঅ্যাক্ট দেওয়া শুধু কোহলির জন্যই। শান্তর জন্য নয়। একারণে ২ ঘণ্টার মধ্যে হাহা রিঅ্যাকশন ৫ হাজার ছাড়িয়ে গেছে।
বছর দুয়েক ধরে বিশ্রামে থাকলে কোহলিকে দেখা যেত স্ত্রী আনুশকা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে যেতে। ভারতীয় তারকা ব্যাটার এবার আর লন্ডনে যাননি। ৩৬তম জন্মদিনটা কোহলি পালন করেছেন ভারতে নিজের রেস্তোরাঁ ওয়ান৮ কমিউনে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কোহলি ও স্ত্রী আনুশকা হাস্যোজ্জ্বলভাবে রেস্তোরাঁর বিশেষ এক জায়গায় ছবির জন্য পোজ দিচ্ছেন। ছবি তোলার পর কোহলি-আনুশকা চলে গেছেন অন্যদিকে। ভিডিওর নিচে অনেক ভক্ত-সমর্থকেরা কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কেউ আবার ভারত লিখে ক্রস চিহ্ন দিয়েছেন। হয়তো সেই ভক্ত কদিন আগে নিউজিল্যান্ডের কাছে ভারতের টেস্টে ভরাডুবি হওয়ার ব্যাপারটা হজম করতে পারছেন না। তাছাড়া সেই সিরিজে কোহলি নিজেও ছিলেন ব্যর্থ। কিউইদের বিপক্ষে তিন টেস্টের ৬ ইনিংসে ১৫.৫ গড়ে করেছেন ৯৩ রান। যার মধ্যে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই করেছেন ৭০ রান।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৬ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে