Ajker Patrika

রোমাঞ্চ ছড়িয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী হলো সিলেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২৮
রোমাঞ্চ ছড়িয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী হলো সিলেট

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হার। দ্বিতীয় কোয়ালিফায়ারেও ম্যাচে একটা পর্যায়ে মনে হচ্ছিল, বিপিএলে প্রথম ফাইনালের স্বাদ পাওয়া হচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। তবে সব চোখরাঙানি পেছনে ফেলে বিপিএলের নবম আসরের ফাইনালে কুমিল্লার সঙ্গী হয়েছে সিলেট।

দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে সিলেট। আগে ব্যাটিং করে রংপুরকে ১৮৩ রানের বড় লক্ষ্যই দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে স্যাম বিলিংসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেট জুটি থেকে ৩১ রান তোলেন রনি তালুকদার ও শামীম হোসেন পাটোয়ারী। রুবেল হোসেনের বলে জর্জ লিন্ডের হাতে শামীম ক্যাচ দিয়ে ফিরলে এই জুটি ভাঙে। ১১ বলে ১ ছক্কা ও ১ চারে ১৪ রান করেন শামীম।

তবে নেমেই ঝড় তোলেন নিকোলাস পুরান। লিন্ডের এক ওভারে ২টিসহ মোট ৪টি ছক্কা মারেন। সঙ্গে ১টি চার। তাঁর ইনিংস থামে ৩০ রানে। বল খেলেন ১৪টি। ৬৮ রানে ৩ উইকেট হারানো রংপুরকে ম্যাচ থেকে দূরে সরে যেতে দেননি নুরুল হাসান সোহান ও রনি তালুকদার। চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়েন দুজন। এই উইকেটেই যখন রংপুর জয়ের স্বপ্ন দেখে ফেলছিল, তখনই ১৮তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। প্রথম বলে নুরুল হাসান সোহানকে থিসেরা পেরেরার ক্যাচ বানিয়ে ফেরান সাকিব। সোহান করেন ৩৩ রান। 

ওই ওভারে আরও একবার উল্লাসে মাতে সিলেট, রনি শিকার হন রানআউটের। রানআউট বলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রনি, উইকেটেকিপার জাকির হাসান তাৎক্ষণিক বুদ্ধিতে বল স্টাম্পে আঘাত করেন। টিভি রিপ্লেতে দেখা যায়, রানআউট রনি। শেষ হয় তাঁর ৫২ বলে ৬৬ রানের ইনিংস। পরের ওভারে রংপুরের জয়ের আশা প্রায় নিভিয়ে দেন লুক উড। দ্রুতই ফেরান মেহেদী হাসান ও ডোয়াইন ব্রাভোকে। এখান থেকে শেষ ওভারে ২৮ রানের হিসাব মেলাতে পারেনি রংপুর। 

আগে ব্যাটিং করা সিলেটকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দুজনের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে সিলেট তোলে ৪৪ রান। পাওয়ার প্লের পরও দুজনের জুটি এগোচ্ছিল। তবে মেহেদী হাসানের নবম ওভারে ভাঙে দুজনের জুটি। মেহেদী পঞ্চম বলে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় রংপুর, এলবিডব্লি হন শান্ত। যদিও আউট নিয়ে সন্তুষ্ট ছিলেন না এই ওপেনার। উইকেট ছাড়ার সময় শান্তর হতাশাই সেটা বলছিল। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন এই ওপেনার। 

ওই ওভারের শেষ বলে মেহেদীকে ছক্কা মেরে নিজের ইনিংস শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম কোয়ালিফায়ারের মতো আজও ব্যাটিং অর্ডারে ওপরে উঠে আসেন সিলেট অধিনায়ক। পরের ওভারে অবশ্য আরেক ওপেনার হৃদয় আউট হয়ে যান। হাসান মাহমুদের বলে ডোয়াইন ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে ২৫ রানে ফেরেন হৃদয়। উইকেট পড়লেও সিলেট রান তুলেছে বেশ সাবলীল গতিতে। মাশরাফির ইনিংসটাই যেমন। ১৬ বল খেলেছেন, করেছেন ২৮ রান। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা। 

তবে ইনিংস বড় করতে পারেননি জাকির হাসান, রায়ান বার্ল ও মুশফিকুর রহিম। জাকির ১৬, বার্ল ৬ বলে ২টি চার ও ১ ছক্কায় ১৫ রান এবং মুশফিক ৬ রানে আউট হন। সিলেটের ইনিংস ১৮০ ছাড়িয়েছে সপ্তম উইকেট জুটিতে। থিসেরা পেরেরা ও জর্জ লিন্ডে এই জুটিতে যোগ করেন ৩৬ রান। এজন্য তাঁরা খেলেন ২১ বল। ১৫ বলে ১ ছক্কায় ২১ রানে রানআউট হন পেরেরা। ১০ বলে ২ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন লিন্ডে। শেষ পর্যন্ত এই রানটাই সিলেটের ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত