ক্রীড়া ডেস্ক
২৯ বছর পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তারা। তবে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ করাটাই বর্তমানে বড় চ্যালেঞ্জ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচে হঠাৎই দৌড়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তাঁর হাতে ছিল পাকিস্তানের ডানপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের নেতা সাদ রিজভীর ছবি। নিরাপত্তার দেয়াল ভেঙে এক পর্যায়ে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা সামলে নেন তাঁকে।
বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে পিসিবি। সেই দর্শককে গ্রেপ্তারের পাশাপাশি পাকিস্তানের সবগুলো ভেন্যুতে আজীবন নিষিদ্ধ করেছে তারা। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘নিরাপত্তা ভঙ্গের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গেই নিয়েছি। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ রাখাটাই আমাদের প্রধান অগ্রাধিকার। সবগুলো মাঠের চারপাশে আরও নিরাপত্তা কর্মী বাড়ানোর জন্য ও প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর করতে স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছি আমরা। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পাকিস্তানের সবগুলো ক্রিকেট ভেন্যুতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।’
এদিকে গতকাল লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়েন এক অনুপ্রবেশকারী। সেই সময় ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে জয় উদযাপন করছিল আফগানরা। তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। নিরাপত্তার কারণ দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত।
২৯ বছর পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তারা। তবে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ করাটাই বর্তমানে বড় চ্যালেঞ্জ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচে হঠাৎই দৌড়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তাঁর হাতে ছিল পাকিস্তানের ডানপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের নেতা সাদ রিজভীর ছবি। নিরাপত্তার দেয়াল ভেঙে এক পর্যায়ে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা সামলে নেন তাঁকে।
বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে পিসিবি। সেই দর্শককে গ্রেপ্তারের পাশাপাশি পাকিস্তানের সবগুলো ভেন্যুতে আজীবন নিষিদ্ধ করেছে তারা। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘নিরাপত্তা ভঙ্গের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গেই নিয়েছি। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ রাখাটাই আমাদের প্রধান অগ্রাধিকার। সবগুলো মাঠের চারপাশে আরও নিরাপত্তা কর্মী বাড়ানোর জন্য ও প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর করতে স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছি আমরা। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পাকিস্তানের সবগুলো ক্রিকেট ভেন্যুতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।’
এদিকে গতকাল লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়েন এক অনুপ্রবেশকারী। সেই সময় ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে জয় উদযাপন করছিল আফগানরা। তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। নিরাপত্তার কারণ দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১৫ মিনিট আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৪ ঘণ্টা আগে