অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর পূর্বাচলে শুরু হলো নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। বিসিবির নিজস্ব মাঠ সংকট কাটিয়ে উঠতে ‘পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম’ নামে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিসিবি সভাপতি উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সভার কারণে তিনি সেখানে যেতে পারেননি।
সূত্র জানায়, প্রথম ধাপে সেন্টার উইকেট (এক সারিতে ১০টি) তৈরি করা হবে। স্বল্প উচ্চতার গ্যালারির পাশাপাশি বিসিবির তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগীয় ক্রিকেটের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এ স্টেডিয়ামে। ভবিষ্যতে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
এর আগে বিসিবি পূর্বাচলে নৌকার আদলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও পরামর্শক নিয়োগের জন্য অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিসিবি পরামর্শক ফি বাবদ প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ও করেছিল। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রকল্পটি বাতিল হলে সে অর্থ অপচয় হয়েছে।
জানা গেছে, বিভিন্ন ভেন্যুত কর্মরত ১১০ মাঠকর্মীর পদ স্থায়ী করা হয়েছে এবং তাদের বেতন বাড়ানো হয়েছে। গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা যায়, আগে যে মাঠকর্মী ১১ হাজার টাকা বেতন পেতেন, তাঁরা এখন ১৭ হাজার টাকা পাবেন। পাশাপাশি তাঁদের বোনাসও কিছুটা বেড়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর পূর্বাচলে শুরু হলো নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। বিসিবির নিজস্ব মাঠ সংকট কাটিয়ে উঠতে ‘পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম’ নামে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিসিবি সভাপতি উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সভার কারণে তিনি সেখানে যেতে পারেননি।
সূত্র জানায়, প্রথম ধাপে সেন্টার উইকেট (এক সারিতে ১০টি) তৈরি করা হবে। স্বল্প উচ্চতার গ্যালারির পাশাপাশি বিসিবির তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগীয় ক্রিকেটের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এ স্টেডিয়ামে। ভবিষ্যতে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
এর আগে বিসিবি পূর্বাচলে নৌকার আদলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও পরামর্শক নিয়োগের জন্য অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিসিবি পরামর্শক ফি বাবদ প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ও করেছিল। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রকল্পটি বাতিল হলে সে অর্থ অপচয় হয়েছে।
জানা গেছে, বিভিন্ন ভেন্যুত কর্মরত ১১০ মাঠকর্মীর পদ স্থায়ী করা হয়েছে এবং তাদের বেতন বাড়ানো হয়েছে। গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা যায়, আগে যে মাঠকর্মী ১১ হাজার টাকা বেতন পেতেন, তাঁরা এখন ১৭ হাজার টাকা পাবেন। পাশাপাশি তাঁদের বোনাসও কিছুটা বেড়েছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে