Ajker Patrika

টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৭: ০২
টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপে বাজে অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেনসে আজ বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। নাসুম আহমেদ, হাসান মাহমুদ—এ দুই বোলার বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও পেসার তাসকিন আহমেদ। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ।

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, তাঁদের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমাদ। বাদ পড়েছেন তেজা নিদামানুরু ও স্পিন বোলিং অলরাউন্ডার রোয়েলফ ফন ডার মারউই। 

বাংলাদেশের একাদশ:  
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।  

নেদারল্যান্ডসের একাদশ: 
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, শারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত