নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত। ঘূর্ণি জাদুর পাশাপাশি দলের বিপদে হাল ধরেছেন অনেকবার। তবে প্রসঙ্গটা যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির, তখন তিনি একরকম ব্রাত্য। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে তাঁকে দল থেকে বাদও পড়তে হয়েছে।
এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র দুই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ১৭ জনের প্রস্তুতি ক্যাম্পেও জায়গা হয়নি তাঁর। পরে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় মিরাজের সঙ্গে কথা হয়েছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। তখন কী কথা হয়েছিল, সেটা গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না, তখন আমার সঙ্গে বিসিবি সভাপতির (নাজমুল হাসান পাপন) কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন, দলের সঙ্গে যেতে চাও কি না। তখন পরিষ্কার হতে চাইলাম, ১৫ জনের দলে আমাকে রাখা হচ্ছে কি না। আমাকে বলেছিলেন ১৭ জনের দলে সদস্য হতে; দলের সঙ্গে থাকতে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিরাজকে সবশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে। সিলেটে সেই ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই সিরিজের পর এ বছরের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মিরাজ। বিপিএলে বরিশালকে প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দিতে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। মিরাজের মতে, ভালো খেলেও টি-টোয়েন্টি সংস্করণ থেকে যেভাবে বাদ পড়েছিলেন, সেটা তাঁর কাছে যৌক্তিক নয়। তিনি তাই বিশ্বকাপে সফরসঙ্গী হতে চাননি। কারণ দলের সঙ্গে থেকে অনুশীলন করার কোনো মানে দেখেননি মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘১৭ জনের সদস্য হয়ে যেতে চাইনি। মনে হয়েছে, ওটা আমার জন্য ক্ষতি হবে।’
পাকিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের সবশেষ ম্যাচ ছিল টেস্ট সংস্করণেই। সেই ম্যাচ চট্টগ্রামে এ বছরের এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। লঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেখা যায়নি তাঁকে। চার মাসের বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ উইকেট ও ১৫৫ রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজ-সেরা। মাঝের চার মাস কীভাবে নিজেকে তৈরি করেছেন, সে ব্যাপারে মিরাজ বলেন, ‘জেদ ঠিক না। এই যে পাঁচটা মাস সুযোগ পেয়েছি, এ সময় নিজের ফিটনেস, স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। সেটারই ফল পেয়েছি।’
আরও পড়ুন: রেজাল্ট তখনই আসে, যখন ফাইট দেবেন
টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত। ঘূর্ণি জাদুর পাশাপাশি দলের বিপদে হাল ধরেছেন অনেকবার। তবে প্রসঙ্গটা যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির, তখন তিনি একরকম ব্রাত্য। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে তাঁকে দল থেকে বাদও পড়তে হয়েছে।
এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র দুই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ১৭ জনের প্রস্তুতি ক্যাম্পেও জায়গা হয়নি তাঁর। পরে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় মিরাজের সঙ্গে কথা হয়েছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। তখন কী কথা হয়েছিল, সেটা গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না, তখন আমার সঙ্গে বিসিবি সভাপতির (নাজমুল হাসান পাপন) কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন, দলের সঙ্গে যেতে চাও কি না। তখন পরিষ্কার হতে চাইলাম, ১৫ জনের দলে আমাকে রাখা হচ্ছে কি না। আমাকে বলেছিলেন ১৭ জনের দলে সদস্য হতে; দলের সঙ্গে থাকতে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিরাজকে সবশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে। সিলেটে সেই ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই সিরিজের পর এ বছরের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মিরাজ। বিপিএলে বরিশালকে প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দিতে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। মিরাজের মতে, ভালো খেলেও টি-টোয়েন্টি সংস্করণ থেকে যেভাবে বাদ পড়েছিলেন, সেটা তাঁর কাছে যৌক্তিক নয়। তিনি তাই বিশ্বকাপে সফরসঙ্গী হতে চাননি। কারণ দলের সঙ্গে থেকে অনুশীলন করার কোনো মানে দেখেননি মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘১৭ জনের সদস্য হয়ে যেতে চাইনি। মনে হয়েছে, ওটা আমার জন্য ক্ষতি হবে।’
পাকিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের সবশেষ ম্যাচ ছিল টেস্ট সংস্করণেই। সেই ম্যাচ চট্টগ্রামে এ বছরের এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। লঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেখা যায়নি তাঁকে। চার মাসের বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ উইকেট ও ১৫৫ রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজ-সেরা। মাঝের চার মাস কীভাবে নিজেকে তৈরি করেছেন, সে ব্যাপারে মিরাজ বলেন, ‘জেদ ঠিক না। এই যে পাঁচটা মাস সুযোগ পেয়েছি, এ সময় নিজের ফিটনেস, স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। সেটারই ফল পেয়েছি।’
আরও পড়ুন: রেজাল্ট তখনই আসে, যখন ফাইট দেবেন
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
৭ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
১১ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে