ভারতকে হারিয়ে ২০২০ সালে সর্বশেষ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর কোয়ার্টার ফাইনালে সেই ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে যুবাদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গত রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত জিতেছে অনায়াসে, ৫ উইকেট আর ১১৫ বল হাতে রেখে।
আগেরবার বাংলাদেশের কাছে শিরোপা হারানোর জ্বালা মেটাতেই কাল মাঠে নেমেছিলেন ভারতীয় যুবারা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে তাই আগ্রাসী ভারতীয় বোলাররা। তাঁদের তোপে ১১১ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যা একটু ভুগেছে তার কৃতিত্ব রিপন মণ্ডলের। ৯ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তবে রিপনের একার লড়াই শেষ পর্যন্ত বৃথাই গেছে।
ভারতের ওপেনিং ব্যাটার আংক্রিস রঘুভানশি ৪৪ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন। পেসার তানজিম হাসান সাকিব শুরুতে আরেক ওপেনার হারনুর সিংকে আউট করলেও রঘুভানশির দৃঢ়তায় সেটা ভারতের বিপদের কারণ হতে পারেনি। এরপর রিপনের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক যশ ডুলের অপরাজিত ২০ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ভারতীয় যুবারা।
এর আগে ব্যাটিংয়ে ব্যর্থতার প্রদর্শনী দেখান বাংলাদেশ যুবারা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। যদিও ব্যাটিংয়ে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। ভারতীয় বোলারদের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেন যুবা ব্যাটাররা। শুরুটা ওপেনার মাহফিজুল ইসলামকে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় বোলারদের তোপের মুখে দলের রানটা যে ১০০ পার হলো, সেটার বড় অবদান এস এম মেহরব ও আশিকুর জামানের। দুজন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ৪৮ বলে ৩০ রান করে মেহেরব ফেরার পর আর ৫ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেহেরব ছাড়া দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন শুধু আইচ মোল্লা (১৭) ও আশিকুর জামান (১৬)। বাংলাদেশ ইনিংসে ধস নামানো ভারতীয় পেসার রবি কুমার ৭ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ভারতকে হারিয়ে ২০২০ সালে সর্বশেষ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর কোয়ার্টার ফাইনালে সেই ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে যুবাদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গত রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত জিতেছে অনায়াসে, ৫ উইকেট আর ১১৫ বল হাতে রেখে।
আগেরবার বাংলাদেশের কাছে শিরোপা হারানোর জ্বালা মেটাতেই কাল মাঠে নেমেছিলেন ভারতীয় যুবারা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে তাই আগ্রাসী ভারতীয় বোলাররা। তাঁদের তোপে ১১১ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যা একটু ভুগেছে তার কৃতিত্ব রিপন মণ্ডলের। ৯ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তবে রিপনের একার লড়াই শেষ পর্যন্ত বৃথাই গেছে।
ভারতের ওপেনিং ব্যাটার আংক্রিস রঘুভানশি ৪৪ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন। পেসার তানজিম হাসান সাকিব শুরুতে আরেক ওপেনার হারনুর সিংকে আউট করলেও রঘুভানশির দৃঢ়তায় সেটা ভারতের বিপদের কারণ হতে পারেনি। এরপর রিপনের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক যশ ডুলের অপরাজিত ২০ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ভারতীয় যুবারা।
এর আগে ব্যাটিংয়ে ব্যর্থতার প্রদর্শনী দেখান বাংলাদেশ যুবারা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। যদিও ব্যাটিংয়ে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। ভারতীয় বোলারদের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেন যুবা ব্যাটাররা। শুরুটা ওপেনার মাহফিজুল ইসলামকে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় বোলারদের তোপের মুখে দলের রানটা যে ১০০ পার হলো, সেটার বড় অবদান এস এম মেহরব ও আশিকুর জামানের। দুজন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ৪৮ বলে ৩০ রান করে মেহেরব ফেরার পর আর ৫ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেহেরব ছাড়া দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন শুধু আইচ মোল্লা (১৭) ও আশিকুর জামান (১৬)। বাংলাদেশ ইনিংসে ধস নামানো ভারতীয় পেসার রবি কুমার ৭ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে