Ajker Patrika

তিন ভেন্যুতেই বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০৩
তিন ভেন্যুতেই বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে এর মধ্যে ৭টি ফ্র‍্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকও নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা সর্বনিম্ন ৫ লাখ টাকা।

দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’। সর্বনিম্ন ক্যাটাগরি ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার।

আগামী বিপিএলে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।

আজ মিরপুরে এসব বিষয় নিয়ে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ও চেয়ারম্যান শেখ সোহেল। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পেতে মোট ১১ টির প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানিয়েছেন মল্লিক। সেখান থেকে চূড়ান্তভাবে ৭টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়।

আগামী ২ সপ্তাহ সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানকে আর্থিক বিষয়াদি নিশ্চিতের সময় দেওয়া হবে বলে জানিয়েছেন মল্লিক। যদিও এটাই শেষ সময়সীমা নয়। এ ক্ষেত্রে কিছুটা শিথিল থাকতে চাইছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী বছরের ৬ জানুয়ারি। এবারও তিন ভেন্যুতে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) হবে সবগুলো ম্যাচ। মোট ম্যাচ হবে ৪৬টি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত