ঢাকা: চতুর্থ দিনেই হারের চোখ রাঙানি দেখছিল বাংলাদেশ। জয় নয়, কাল দিনশেষে আলোচনার বিষয় ছিল পঞ্চম দিনে কতক্ষণ স্থায়ী হবে বাংলাদেশের ইনিংস। আজ সকালের সেশনও টিকতে পারেনি মুমিনুল হকের দল। আজ ৫০ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৫ উইকেট। বাংলাদেশ গুটিয়ে গেছে ২২৭ রানে। পাল্লেকেলে টেস্ট হেরেছে ২০৯ রানে। সিরিজ হার ১–০ ব্যবধানে।
আগের দিনের ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে দুই অপরাজিত ব্যাটসমান লিটন দাস ও মেহেদী মিরাজ। কাল লঙ্কান স্পিনাররা দুর্দান্ত টার্ন পাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই আজ পঞ্চম দিনের শুরুতেই দুই প্রান্ত থেকে দুই স্পিনার রমেশ মেন্ডিস ও প্রবীন জয়বিক্রমা বোলিং শুরু করেন। সাফল্য পেতেও তাঁরা সময় নেননি খুব বেশি । দিনের তৃতীয় ওভারে জয়াবিক্রমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে যান লিটন (১৭)। রিভিউ নিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি।
লিটনের আউটের পর তাইজুল ইসলামকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মিরাজ। তাইজুল একটু বেশি সাবধানী ছিলেন। ব্যাক্তিগত রানের খাতা খোলার আগে খেলেন ২৩ বল। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬২তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। এর আগের ওভারেই রানিং বিটুইন দ্য উইকেটে কিছুটা নড়েবড়ে তাইজুলের মনঃসংযোগে তখনই হয়তো চিড় ধরেছিল। সে যাত্রায় বেঁচে গেলেও পরের ওভারেই ডিকবেলার হাতে ক্যাচ দেন।
উইকেটে স্থায়ী হয়ে পারেননি তাসকিন আহমেদও (৭)। রমেশ মেন্ডিসের কিছুটা খাটো লেংথের বল শূন্যে তুলে দেন তাসকিন। ২২৭ রানে বাংলাদেশের ৮ম উইকেটের পতন। তাইজুল–তাসকিনদের বিদায়ের মাঝে একপ্রান্ত আগলে রাখা মিরাজও খেই হারিয়ে ফেলেন। পরের ওভারের জয়াবিক্রমার বলে শর্ট লেগে পাথুম নিশাংকার হাতে ধরা পড়ার আগে করেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান ।
মিরাজকে আউট করে রেকর্ডের পাতায় ঢুকে যান জয়াবিক্রমা। ১৯৮০ সালের পর চতুর্থ স্পিনার হিসেবে অভিষেকেই ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ওই ওভারের শেষ বলে স্কোরবোর্ডে রান যোগ করার আগে এলবিডব্লুর ফাঁদে পড়েন আবু জায়েদ। দলের স্বীকৃতি ব্যাটসম্যানরাই যেখানে আস্থার প্রতিদান দিতে পারেননি, লেজের ব্যাটসম্যানরা আর কতটুকুই প্রতিরোধ গড়তে পারেন! ২২৭ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। এতে নিশ্চিত হয়েছে ২০৯ রানের বড় পরাজয় আর ১-০ ব্যবধানে সিরিজ হার।
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল হার দিয়ে। আইসিসি এই প্রতিযোগিতায় কোনো ম্যাচ না জেতা বাংলাদেশের শেষটাও আজ হয়েছে হার দিয়ে। প্রাপ্তি শুধু এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা ড্র।
ঢাকা: চতুর্থ দিনেই হারের চোখ রাঙানি দেখছিল বাংলাদেশ। জয় নয়, কাল দিনশেষে আলোচনার বিষয় ছিল পঞ্চম দিনে কতক্ষণ স্থায়ী হবে বাংলাদেশের ইনিংস। আজ সকালের সেশনও টিকতে পারেনি মুমিনুল হকের দল। আজ ৫০ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৫ উইকেট। বাংলাদেশ গুটিয়ে গেছে ২২৭ রানে। পাল্লেকেলে টেস্ট হেরেছে ২০৯ রানে। সিরিজ হার ১–০ ব্যবধানে।
আগের দিনের ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে দুই অপরাজিত ব্যাটসমান লিটন দাস ও মেহেদী মিরাজ। কাল লঙ্কান স্পিনাররা দুর্দান্ত টার্ন পাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই আজ পঞ্চম দিনের শুরুতেই দুই প্রান্ত থেকে দুই স্পিনার রমেশ মেন্ডিস ও প্রবীন জয়বিক্রমা বোলিং শুরু করেন। সাফল্য পেতেও তাঁরা সময় নেননি খুব বেশি । দিনের তৃতীয় ওভারে জয়াবিক্রমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে যান লিটন (১৭)। রিভিউ নিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি।
লিটনের আউটের পর তাইজুল ইসলামকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মিরাজ। তাইজুল একটু বেশি সাবধানী ছিলেন। ব্যাক্তিগত রানের খাতা খোলার আগে খেলেন ২৩ বল। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬২তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। এর আগের ওভারেই রানিং বিটুইন দ্য উইকেটে কিছুটা নড়েবড়ে তাইজুলের মনঃসংযোগে তখনই হয়তো চিড় ধরেছিল। সে যাত্রায় বেঁচে গেলেও পরের ওভারেই ডিকবেলার হাতে ক্যাচ দেন।
উইকেটে স্থায়ী হয়ে পারেননি তাসকিন আহমেদও (৭)। রমেশ মেন্ডিসের কিছুটা খাটো লেংথের বল শূন্যে তুলে দেন তাসকিন। ২২৭ রানে বাংলাদেশের ৮ম উইকেটের পতন। তাইজুল–তাসকিনদের বিদায়ের মাঝে একপ্রান্ত আগলে রাখা মিরাজও খেই হারিয়ে ফেলেন। পরের ওভারের জয়াবিক্রমার বলে শর্ট লেগে পাথুম নিশাংকার হাতে ধরা পড়ার আগে করেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান ।
মিরাজকে আউট করে রেকর্ডের পাতায় ঢুকে যান জয়াবিক্রমা। ১৯৮০ সালের পর চতুর্থ স্পিনার হিসেবে অভিষেকেই ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ওই ওভারের শেষ বলে স্কোরবোর্ডে রান যোগ করার আগে এলবিডব্লুর ফাঁদে পড়েন আবু জায়েদ। দলের স্বীকৃতি ব্যাটসম্যানরাই যেখানে আস্থার প্রতিদান দিতে পারেননি, লেজের ব্যাটসম্যানরা আর কতটুকুই প্রতিরোধ গড়তে পারেন! ২২৭ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। এতে নিশ্চিত হয়েছে ২০৯ রানের বড় পরাজয় আর ১-০ ব্যবধানে সিরিজ হার।
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল হার দিয়ে। আইসিসি এই প্রতিযোগিতায় কোনো ম্যাচ না জেতা বাংলাদেশের শেষটাও আজ হয়েছে হার দিয়ে। প্রাপ্তি শুধু এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা ড্র।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে