Ajker Patrika

হোবার্টে তিন দিনও খেলতে পারল না ইংল্যান্ড  

হোবার্টে তিন দিনও খেলতে পারল না ইংল্যান্ড  

হোবার্ট টেস্ট শুরুর আগেই প্যাট কামিন্স ঘোষণা দিয়েছিলেন এই টেস্ট জিতে ইতিহাস গড়তে চায়  অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো হোবার্টে হওয়া অ্যাশেজ টেস্ট জিতে তিন দিনে কথা রেখেছেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরও ইংল্যান্ডকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

মার্ক উডের ক্যারিয়ার সেরা বোলিংয়ে  দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছিল ১৫৫ রানে। কিন্তু প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১১৫ রানের লিডে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ২৭১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ইংলিশ ব্যাটারা যেন হারার আগেই হেরে গেলেন। পুরো অ্যাশেজ দলের ব্যাটিং ব্যর্থতার ছবি ইংলিশ ব্যাটাররা টেনে এনেছেন শেষটিতেও। দ্বিতীয় ইনিংসে  ১২৪ রানে অলআউট  ইংল্যান্ড। রুটের দলের হার  ১৪৬ রানে।

হোবার্ট টেস্ট জিতে ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বড় জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ট্রাভিস হেড। প্রথম ইনিংসে হেডের সেঞ্চুরিতেই তিন শ পেরিয়েছিল অস্ট্রেলিয়া। করোনা থেকে ফিরেই দারুণ এক সেঞ্চুরিতে দলকে পথ দেখিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ব্যাটার।

পুরো অ্যাশেজ জুড়ে দুর্দান্ত বোলিং করা কামিন্স এই ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেও দলকে জেতাতে পারেনি উড। উডের দারুণ বোলিং পারফরম্যান্স ম্লান হয়ে গেছে হেডের সেঞ্চুরির কাছে। ম্যান অব দ্য ম্যাচও তাই হেড।  আর সবমিলিয়ে ৩৭৫ রান করা হেড ম্যান অব দ্য সিরিজও।

অ্যাশেজে দাপট ধরে রেখেছে কামিন্সও। এই নিয়ে টানা তিন বছর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার কামিন্স। এই  অ্যাশেজে অস্ট্রেলিয়ান অধিনায়কের শিকার ২১ উইকেট। ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে এবার পুরো দলকে গেঁথেছেন এক সুতোয়। নিজের প্রথম অধিনায়কত্বেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন ৪-০ ব্যবধানে। শেষটা তো তিন দিনে জিতে আরও রাঙিয়ে দিলেন অধিনায়কত্বের শুরুটা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত