নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াই করে ড্র। পাল্লেকেলেতেই দ্বিতীয় টেস্টে বাজে ব্যাটিংয়ে সেই পুরোনো ফল–হার। বাংলাদেশ আসলে কোথায় পিছিয়ে ছিল শ্রীলঙ্কার চেয়ে? তামিমদের হারের ময়নাতদন্ত করলে ঘুরেফিরে আসবে নিচের কারণগুলোই—
টস হার
প্রথম টেস্টে টস হেরেও আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। আর তাতে ব্যাটিংয়ে স্বপ্নের মতো দিন কাটিয়েছিলেন তামিমরা। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই ‘ভুল’ করেননি করুনারত্নে। টস জিতে ব্যাটিং নিয়ে আড়াই দিন ব্যাটিং করে ক্লান্ত বানিয়েছেন মুমিনুলদের। তৃতীয় দিন বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামল, ততক্ষণে ভাঙতে শুরু করেছে উইকেট। সেই সুবিধা কাজে লাগিয়ে লঙ্কান দুই স্পিনার ছড়ি ঘুরিয়ে গেলেন তামিমদের ওপর। এমন উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা আরও কঠিন। সেই কঠিনকে জয় করতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে তাই টস হার নিয়েই বেশি আক্ষেপ ঝরেছে মুমিনুলের কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এই টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টস। এই টেস্টের ৫০ শতাংশ ফল টসের সময়েই নির্ধারণ হয়ে গিয়েছিল।’
পরিকল্পনায় ভুল
লঙ্কানরা যেখানে টেস্টের আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন উইকেট স্পিনবান্ধব হচ্ছে, সেখানে বাংলাদেশ নামে ‘পেস শক্তি’ নিয়ে। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার। এই টেস্টে দুই পেসার আর অতিরিক্ত আরেকজন স্পিনার নাঈম হাসানকে খেলানো গেলে হয়তো বাঁহাতি ব্যাটসম্যানসমৃদ্ধ লঙ্কানদের পরীক্ষা আরও কঠিন হতো। তবে মুমিনুল বিষয়টিকে এভাবে দেখতে চান না, ‘দুই স্পিনারই যথেষ্ট।’
প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করা দুই লঙ্কান ওপেনার করুনারত্ন–থিরিমান্নেকে আটকানোর কার্যকর পরিকল্পনা চোখে পড়েনি দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় টেস্টেও দুই ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ওঠে শ্রীলঙ্কা। উল্টো দিকে প্রথম ইনিংসে তামিম দারুণ খেললেও ব্যর্থ হয়েছেন অন্য ওপেনার সাইফ। ওপেনিং জুটি বড় না হওয়ায় চাপ বেড়েছে মিডল অর্ডারের ওপর। দ্বিতীয় ইনিংসে তো তামিম ব্যর্থ হওয়ার পর ভেঙে পড়ল পুরো ব্যাটিং লাইনআপই।
ইনিংস বড় করতে না পারা
দ্বিতীয় টেস্টে এক তামিম ইকবাল ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। অথচ সবাই ফিরেছেন থিতু হয়েই। প্রথম ইনিংসে মুমিনুল ও মুশফিক ফিরেছেন ৪৯ ও ৪০ রান করে। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ–সবাই ফিরেছেন ৪০–এর ঘরে। অবশ্য এবারও ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করে মুমিনুল বলেছেন, ‘আমরা যদি আগে ব্যাটিং করতাম, তাহলে গল্পটা ভিন্ন হতো। আজ শ্রীলঙ্কার জায়গায় আমরা থাকতাম। তাঁদের জায়গায় আমরা।’
রিভিউ ও বাজে ফিল্ডিং
দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই অন্তত চারটি ক্যাচ ছেড়েছেন নাজমুল–তাইজুলরা। এর সুযোগ ষোলো আনাই তুলে নিয়েছেন করুনারত্নরা। আবার দ্বিতীয় দিন তাসকিনের বল ম্যাথুসের ব্যাট ছুঁয়ে কিপারের হাতে গেলেও কোনো ফিল্ডারই সেভাবে আবেদন করেননি। আম্পায়ারও তাই আঙুল তোলেননি। অথচ রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলে তখন ফেরানো যেত ম্যাথুসকে।
সাকিবের অনুপস্থিতি
টেস্ট জিততে প্রতিপক্ষকে অলআউট করতেই হবে। এখানেই পিছিয়ে থেকেছেন বাংলাদেশের বোলাররা। দুই টেস্টের চার ইনিংসের একটিতেও অলআউট করতে পারেনি বাংলাদেশ। অথচ বাংলাদেশ অলআউট হয়েছে দুবার। একটি পরিসংখ্যান সামনে এসেছে—ঘরের বাইরে সাকিব ছাড়া বাংলাদেশ দল কখনো ২০ উইকেট নিতে পারেনি। এই সিরিজে সাকিবের উপস্থিতি বারবার অনুভব হয়েছে।
ঢাকা: সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াই করে ড্র। পাল্লেকেলেতেই দ্বিতীয় টেস্টে বাজে ব্যাটিংয়ে সেই পুরোনো ফল–হার। বাংলাদেশ আসলে কোথায় পিছিয়ে ছিল শ্রীলঙ্কার চেয়ে? তামিমদের হারের ময়নাতদন্ত করলে ঘুরেফিরে আসবে নিচের কারণগুলোই—
টস হার
প্রথম টেস্টে টস হেরেও আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। আর তাতে ব্যাটিংয়ে স্বপ্নের মতো দিন কাটিয়েছিলেন তামিমরা। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই ‘ভুল’ করেননি করুনারত্নে। টস জিতে ব্যাটিং নিয়ে আড়াই দিন ব্যাটিং করে ক্লান্ত বানিয়েছেন মুমিনুলদের। তৃতীয় দিন বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামল, ততক্ষণে ভাঙতে শুরু করেছে উইকেট। সেই সুবিধা কাজে লাগিয়ে লঙ্কান দুই স্পিনার ছড়ি ঘুরিয়ে গেলেন তামিমদের ওপর। এমন উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা আরও কঠিন। সেই কঠিনকে জয় করতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে তাই টস হার নিয়েই বেশি আক্ষেপ ঝরেছে মুমিনুলের কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এই টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টস। এই টেস্টের ৫০ শতাংশ ফল টসের সময়েই নির্ধারণ হয়ে গিয়েছিল।’
পরিকল্পনায় ভুল
লঙ্কানরা যেখানে টেস্টের আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন উইকেট স্পিনবান্ধব হচ্ছে, সেখানে বাংলাদেশ নামে ‘পেস শক্তি’ নিয়ে। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার। এই টেস্টে দুই পেসার আর অতিরিক্ত আরেকজন স্পিনার নাঈম হাসানকে খেলানো গেলে হয়তো বাঁহাতি ব্যাটসম্যানসমৃদ্ধ লঙ্কানদের পরীক্ষা আরও কঠিন হতো। তবে মুমিনুল বিষয়টিকে এভাবে দেখতে চান না, ‘দুই স্পিনারই যথেষ্ট।’
প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করা দুই লঙ্কান ওপেনার করুনারত্ন–থিরিমান্নেকে আটকানোর কার্যকর পরিকল্পনা চোখে পড়েনি দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় টেস্টেও দুই ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ওঠে শ্রীলঙ্কা। উল্টো দিকে প্রথম ইনিংসে তামিম দারুণ খেললেও ব্যর্থ হয়েছেন অন্য ওপেনার সাইফ। ওপেনিং জুটি বড় না হওয়ায় চাপ বেড়েছে মিডল অর্ডারের ওপর। দ্বিতীয় ইনিংসে তো তামিম ব্যর্থ হওয়ার পর ভেঙে পড়ল পুরো ব্যাটিং লাইনআপই।
ইনিংস বড় করতে না পারা
দ্বিতীয় টেস্টে এক তামিম ইকবাল ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। অথচ সবাই ফিরেছেন থিতু হয়েই। প্রথম ইনিংসে মুমিনুল ও মুশফিক ফিরেছেন ৪৯ ও ৪০ রান করে। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ–সবাই ফিরেছেন ৪০–এর ঘরে। অবশ্য এবারও ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করে মুমিনুল বলেছেন, ‘আমরা যদি আগে ব্যাটিং করতাম, তাহলে গল্পটা ভিন্ন হতো। আজ শ্রীলঙ্কার জায়গায় আমরা থাকতাম। তাঁদের জায়গায় আমরা।’
রিভিউ ও বাজে ফিল্ডিং
দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই অন্তত চারটি ক্যাচ ছেড়েছেন নাজমুল–তাইজুলরা। এর সুযোগ ষোলো আনাই তুলে নিয়েছেন করুনারত্নরা। আবার দ্বিতীয় দিন তাসকিনের বল ম্যাথুসের ব্যাট ছুঁয়ে কিপারের হাতে গেলেও কোনো ফিল্ডারই সেভাবে আবেদন করেননি। আম্পায়ারও তাই আঙুল তোলেননি। অথচ রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলে তখন ফেরানো যেত ম্যাথুসকে।
সাকিবের অনুপস্থিতি
টেস্ট জিততে প্রতিপক্ষকে অলআউট করতেই হবে। এখানেই পিছিয়ে থেকেছেন বাংলাদেশের বোলাররা। দুই টেস্টের চার ইনিংসের একটিতেও অলআউট করতে পারেনি বাংলাদেশ। অথচ বাংলাদেশ অলআউট হয়েছে দুবার। একটি পরিসংখ্যান সামনে এসেছে—ঘরের বাইরে সাকিব ছাড়া বাংলাদেশ দল কখনো ২০ উইকেট নিতে পারেনি। এই সিরিজে সাকিবের উপস্থিতি বারবার অনুভব হয়েছে।
শেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১৯ মিনিট আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১৪ ঘণ্টা আগে