নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভা কবে হয়েছে? মনে করা কঠিনই হলো বোর্ড সভা আয়োজনে বিসিবি-সংশ্লিষ্ট এক কর্মকর্তার। বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছে গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক চূড়ান্ত করার লক্ষ্যে। তার আগে নিয়মিত বোর্ড সভাটি হয়েছিল গত জুনে।
বছরের প্রথম বোর্ড সভা তো বটেই, এ সভায় সভাপতিত্ব করতে যাওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নতুন পরিচয়, তিনি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী। এখন পাপনের যে ব্যস্ততা, তাতে ভবিষ্যতে বিসিবির বোর্ড সভা কি এমনই লম্বা বিরতিতে হবে, সেই প্রশ্নও এসে যাচ্ছে।
বর্তমান পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভাটি হচ্ছে আট মাস পর। লম্বা সময় পর হতে যাওয়া সভার আলোচ্যসূচি নেহাত কম নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত লম্বা সময় পর প্রধান নির্বাচক পদে পরিবর্তন আসার বিষয়টি। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, আট বছর ধরে থাকা পদে আর তাঁর থাকা হচ্ছে না। শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম, কোচ নিয়োগ, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা, জাতীয় দলের অধিনায়ক ঠিক করা, ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনসহ বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা তো আছেই।
বিশ্বকাপ-ব্যর্থতার পর গঠিত বিশেষ কমিটির সদস্য আকরাম খান আজকের পত্রিকাকে বললেন, ‘কাল (আজ) বোর্ড মিটিংয়ে আমরা দিয়ে দেব। এটা হয়েছে, ওটা হয়েছে, কে কী বলেছে, সামনে কী করা উচিত হবে, কী করা উচিত হবে না—এসব থাকছে আমাদের রিপোর্টে।’
বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভা কবে হয়েছে? মনে করা কঠিনই হলো বোর্ড সভা আয়োজনে বিসিবি-সংশ্লিষ্ট এক কর্মকর্তার। বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছে গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক চূড়ান্ত করার লক্ষ্যে। তার আগে নিয়মিত বোর্ড সভাটি হয়েছিল গত জুনে।
বছরের প্রথম বোর্ড সভা তো বটেই, এ সভায় সভাপতিত্ব করতে যাওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নতুন পরিচয়, তিনি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী। এখন পাপনের যে ব্যস্ততা, তাতে ভবিষ্যতে বিসিবির বোর্ড সভা কি এমনই লম্বা বিরতিতে হবে, সেই প্রশ্নও এসে যাচ্ছে।
বর্তমান পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভাটি হচ্ছে আট মাস পর। লম্বা সময় পর হতে যাওয়া সভার আলোচ্যসূচি নেহাত কম নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত লম্বা সময় পর প্রধান নির্বাচক পদে পরিবর্তন আসার বিষয়টি। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, আট বছর ধরে থাকা পদে আর তাঁর থাকা হচ্ছে না। শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম, কোচ নিয়োগ, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা, জাতীয় দলের অধিনায়ক ঠিক করা, ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনসহ বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা তো আছেই।
বিশ্বকাপ-ব্যর্থতার পর গঠিত বিশেষ কমিটির সদস্য আকরাম খান আজকের পত্রিকাকে বললেন, ‘কাল (আজ) বোর্ড মিটিংয়ে আমরা দিয়ে দেব। এটা হয়েছে, ওটা হয়েছে, কে কী বলেছে, সামনে কী করা উচিত হবে, কী করা উচিত হবে না—এসব থাকছে আমাদের রিপোর্টে।’
২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২১ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে