Ajker Patrika

শরীফুলকে কী বলেছিলেন হৃদয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০: ১৫
শরীফুলকে কী বলেছিলেন হৃদয়

শেষ ওভারের নাটকীয়তা ছাপিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। করিম জানাতের শেষ ওভারের নাটকীয়তার শুরু। ৬ বল থেকে দরকার ছিল ৬ রান। প্রথম বলে ৪ মারেন মেহেদী হাসান মিরাজ।

পরের তিন বলে মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে তুলে নেন করিম জানাত। পঞ্চম বলে ৪ মেরে বাংলাদেশকে ৩ উইকেটের জয় এনে দেন শরীফুল ইসলাম। এই বলটা খেলার আগে স্বাভাবিকভাবে শরীফুলের কাছে যান হৃদয়। হৃদয় নন স্ট্রাইক প্রান্তে আসার পর তাঁর দিকে দৌড়ে আসেন শরীফুল। এ সময় দুজনের ঠিক কী কথা হচ্ছিল, ম্যাচ শেষে সেটা জানালেন হৃদয়, ‘শরীফুলকে একটা কথাই বলেছিলাম, ব্যাটে বল না লাগলেও দৌড়াবি। পরে শেষ দিকে বলেছি, ম্যাচটি তুই-ই জেতাবি। শরীফুল জিতিয়েছেন।’ 

এ ধরনের জয় আত্মবিশ্বাস দেয় জানিয়ে হৃদয় বলেছেন, ‘এ ধরনের ম্যাচ যার সঙ্গেই জিতি না কেন, আত্মবিশ্বাস প্রতিটি খেলোয়াড়কেই দেবে। কারণ, এ রকম ম্যাচ কমই হয়। আমি যেহেতু ছিলাম, এ রকম জায়গা থেকে ম্যাচ শেষ করে আসতে পেরেও অনেক ভালো লাগছে। কারণ এ রকম পরিস্থিতি সব সময় আসে না। যখন এ রকম সুযোগ আসে, তখন এটা শেষ করতে পারার লক্ষ্য প্রত্যেক ব্যাটসম্যানের থাকে। সেটা করতে পেরে ভালো লাগছে।’

টি-টোয়েন্টিতে আঁধার পেরিয়ে ভালোভাবেই সামনে এগোচ্ছে বাংলাদেশ। এই দলের সম্ভাবনার কথা জানিয়ে হৃদয় বলেছেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় যারা দলে আছে, সবাইকে সবাই সাপোর্ট করি। আমরা জানি আমাদের সম্ভাবনা কতটুকু আছে। সত্যি বলতে, আমরা অনেক ইতিবাচক পথে এগোচ্ছি। যাদের বিপক্ষেই খেলি, আমরা সব সময় ফোকাস করি আমাদের শক্তির জায়গায়। দল হিসেবে আমাদের বন্ডিং অনেক ভালো এবং এটা আমাদের সহায়তা করে। কোচ আমাদের ভালো একটা পরিকল্পনা দেয় এবং আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত