Ajker Patrika

আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার সৌম্য-ইয়াসিরদের 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১০: ৪৭
আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার সৌম্য-ইয়াসিরদের 

বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (বিসিবি একাদশ)। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রস্তুতি ম্যাচে ৭৭ রানে হেরেছেন সৌম্য সরকার ও ইয়াসির আলী রাব্বিরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটে ঝড় তোলেন স্টিফেন ডোহেনি ও পল স্টার্লিং। ওপেনিং জুটিতেই ৫৩ রানের সংগ্রহ পায় আইরিশরা। ডোহেনিকে (৩০) ফিরিয়ে এই জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা। তবে সৌম্যর বলে বোল্ড হওয়ার আগে ফিফটি করেন স্টার্লিং (৫৪)।

এরপর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠে ছাড়েন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি (১৭)। এরপর শুরু হয় কার্টিস ক্যাম্ফার ঝড়। ৪৯ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৫ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার ব্যাটার। আয়ারল্যান্ড ৪০ ওভারে ৬ উইকেটে করে ২৫৬ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য ছাড়া আরে কেউ তেমন দাঁড়াতে পারেননি। মাত্র ৩২.১ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ। ইংল্যান্ড সিরিজে জায়গা না পাওয়া সৌম্য ৪৬ বলে করেন ৪৮ রান। শামীম হোসেন করেন ৩৫ রান। অধিনায়ক রাব্বি আউট হোন মাত্র ৩ রানে। ৪ ওভারে ১২ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রিন।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ১২ মার্চ ঢাকায় পৌঁছে আয়ারল্যান্ড। সেখান থেকে প্রস্তুতি ম্যাচ খেলতে সিলেটে যায় তারা। আগামী ১৮ মার্চ একই ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে সমান ম্যাচের ওয়ানডে সিরিজ। একমাত্র টেস্টটি হবে ৪ এপ্রিল, মিরপুরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত